যুক্তরাষ্ট্রের শেল অয়েল উত্তোলন বৃদ্ধির পূর্বাভাস

বণিক বার্তা ডেস্ক

আগামী মাসে যুক্তরাষ্ট্রের শেল অয়েল (পাথরের ভাঁজ থেকে উত্তোলিত তেল) উত্তোলন বাড়তে পারে দেশটির সাতটি উৎপাদনক্ষম বেসিন থেকে দৈনিক ৩৮ হাজার ব্যারেল করে শেল অয়েল উত্তোলন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) পূর্বাভাস দিয়েছে খবর অয়েলপ্রাইসডটকম

ইআইএর ড্রিলিং প্রডাক্টিভিটি রিপোর্টের তথ্য অনুযায়ী, আগামী মাসে সাতটি প্রধান বেসিন থেকে দৈনিক ৭৮ লাখ হাজার ব্যারেল শেল অয়েল উত্তোলন করবে যুক্তরাষ্ট্র গত বছরের নভেম্বরের পর এটিই সর্বোচ্চ উত্তোলন

এর মধ্যে সবচেয়ে বেশি উত্তোলন করা হবে পারমিয়ান বেসিন অব টেক্সাস থেকে দেশটির সর্ববৃহৎ বেসিন থেকে দৈনিক ৫৬ হাজার ব্যারেল করে উত্তোলন বাড়বে জুলাইয়ের শেষ নাগাদ বেসিনটি থেকে সব মিলিয়ে উত্তোলনের পরিমাণ দাঁড়াবে দৈনিক ৪৬ লাখ ৬৩ হাজার ব্যারেল, যা গত বছরের মার্চের পর রেকর্ড সর্বোচ্চ পারমিয়ানে গত বছরের জানুয়ারিতে ৪৭ লাখ ৯৩ হাজার ব্যারেল তেল উত্তোলন করা হয়েছিল কিন্তু করোনার প্রাদুর্ভাবে পরবর্তী সময়ে উত্তোলন কমে যায়

যুক্তরাষ্ট্রের মোট শেল অয়েল উত্তোলন বৃদ্ধিতে পারমিয়ান অ্যাপালেশিয়া বেসিন বড় ভূমিকা রাখবে তবে বাকি পাঁচ বেসিনে উত্তোলন কিছুটা হ্রাস অথবা অপরিবর্তিত থাকতে পারে দক্ষিণ টেক্সাসের ঈগল ফোর্ড, উত্তর ডাকোটার বেক্যান মনটানা বেসিনের প্রত্যেকটিতে দৈনিক চার হাজার ব্যারেল করে উত্তোলন কমতে পারে

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সম্প্রতি ব্যারেলপ্রতি ৭০ ডলারের গণ্ডি অতিক্রম করেছে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের তেল উত্তোলকরা জ্বালানি তেল উত্তোলন বাড়িয়েছেন

যদিও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সব মিলিয়ে দৈনিক ২০ লাখ টন জ্বালানি তেল উত্তোলন করছে, যা গত বছরের জানুয়ারির তুলনায় কম ইআইএ মনে করছে, চলতি বছর শেষে যুক্তরাষ্ট্রের গড় জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ দাঁড়াবে দৈনিক কোটি ১০ লাখ ৪০ হাজার টনে বেশির ভাগ বিশ্লেষক মনে করছেন, এর আগের রেকর্ড সর্বোচ্চ উত্তোলনের গণ্ডি পার হতে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন

এদিকে প্রধান প্রধান বেসিনে যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাস উত্তোলন বৃদ্ধির সম্ভাবনা দেখছে ইআইএ প্রতিষ্ঠানটির ড্রিলিং প্রডাক্টিভিটি রিপোর্টের তথ্য বলছে, প্রাকৃতিক গ্যাস উত্তোলন দৈনিক ১০ কোটি ঘনফুট বেড়ে হাজার ৪৩০ কোটি ঘনফুটে দাঁড়াবে তবে এটি ২০১৯ সালের ডিসেম্বরে মাসভিত্তিক রেকর্ডের তুলনায় কম দেশটির সবচেয়ে বড় শেল গ্যাস উত্তোলন বেসিন অ্যাপালেশিয়া বেসিনে গ্যাস উত্তোলন দৈনিক ১০ কোটি ঘনফুট করে বাড়বে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন