নানা পরিবর্তন নিয়ে আসছে গুগল ওয়ার্কস্পেস

বণিক বার্তা ডেস্ক

বেশকিছু পরিবর্তনসহ গুগল ওয়ার্কস্পেস নিয়ে আসছে অনলাইন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল এর মাধ্যমে ক্যালেন্ডার, ভিডিও চ্যাট -মেইল নিউজলেটারে লক্ষণীয় পরিবর্তন দেখতে পাবেন ব্যবহারকারীরা খবর রয়টার্স টেক ক্রাঞ্চ

চলতি বছরের শেষ নাগাদ বড় ধরনের পরিবর্তন আনবে গুগল তবে জি-মেইল ব্যবহারকারীরা পরিবর্তন বুঝতে না পারলেও ড্রাইভ এবং ডক ব্যবহারকারীরা এটি অনুভব করতে পারবেন গুগল ওয়ার্কস্পেস তথা ডক, ড্রাইভ, শিট, মিটসহ একাধিক ফিচার ফ্রি প্রিমিয়াম ব্যবহার করা যাবে মাসিক দশমিক ৯৯ ডলার সাবস্ক্রিপশন ফিতে গুগল ওয়ার্কস্পেস ইন্ডিভিজ্যুয়াল নামে সেবাটা নেয়া যাবে প্রথম মাসে ডলারের ডিসকাউন্ট পাবে গ্রাহকরা সাবস্ক্রিপশন সুবিধায় বিজ্ঞাপনের বাইরেও আয়ের জগৎ বিস্তৃত হবে গুগলের

এক সংবাদ বিবৃতিতে গুগল ওয়ার্কস্পেসের ভাইস প্রেসিডেন্ট জেনারেল ম্যানেজার হ্যাভিয়ের সলতেরো বলেন, ব্যবহারকারীরা ফ্রি প্রিমিয়াম ফিচারের মাধ্যমে গুগল ওয়ার্কস্পেস ব্যবহার করতে পারবেন এতদিন কেবল এতে প্রিমিয়াম ফিচার চালু ছিল

সলতেরো আরো জানান, গ্রাহকদের অভিজ্ঞতার জগৎ সম্প্রসারিত করতে শুরু থেকেই আমাদের পণ্য বা ফিচারগুলো অপটিমাইজ করা হয়েছে একে-অন্যের সঙ্গে শেয়ার আমাদের কাছ থেকে সহজ পদ্ধতিতে সুবিধা পেতে সামনের দিনগুলোতে আরো পরিবর্তন আনা হচ্ছে

গুগল ওয়ার্কস্পেস ব্যবহারের সুযোগ কেবল সবার জন্য উন্মুক্ত করা হবে তাই নয় বরং একই সঙ্গে আরো নতুন ফিচার যোগ হবে এর মধ্যে অন্যতম হলো হ্যাংআউট হিসেবে পরিচিত গুগল চ্যাটের আপডেট আনা

সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে অ্যালফাবেট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানটি জানায়, ব্যবহারকারীর কাজ সহজ করে দিতে আমরা ওয়ার্কস্পেসে গুগল চ্যাটে আপডেট আনব আমাদের উদ্দেশ্য কেবল ব্যবহারকারীর প্রয়োজন মেটানো ব্যবহারকারীর ইন্টারফেসেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হবে

২০২০ সালের অক্টোবরে গুগল ওয়ার্কস্পেসে নতুন নতুন ফিচার আনার সিদ্ধান্ত নেয়া হয়েছিল প্রসঙ্গে সলতেরো জানান, গত বছরের অক্টোবরে আমরা যোগাযোগ সহায়ক পণ্য এবং আমাদের ব্যবসার জন্য নতুন পরিচয় ব্র্যান্ড তৈরির আভাস দিয়েছিলাম এর অর্থ এটা যে গুগল ওয়ার্কস্পেসের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের সুবিধা আরো বাড়িয়ে দেব এবং নতুন পণ্য বা ফিচার উন্মুক্ত করব

গুগল চ্যাটের আপডেট ছাড়াও আরো অনেক ফিচার চালুর কথাও জানানো হয়েছে এর অন্যতম হলো গুগল মিট বলা হয়েছে, গুগল মিটে অনেক বড় ধরনের পরিবর্তন আনা হবে যেমন স্ক্রিন শেয়ারিং, পুল, মিটিং চ্যাট, হ্যান্ড রেইজ এবং কোয়েশ্চেন-অ্যানসার সেশনসহ একাধিক অপশনে আসবে পরিবর্তন ফিচারটি চলতি বছরের সেপ্টেম্বর থেকে চালু হবে

ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য আগামীতে গুগল আরো উন্নত সার্ভিস নিয়ে আসবে এরই মধ্যে ফ্লোক্রিপ্ট, ফিউচার-এক্স, থালস ভার্চুর সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বের চুক্তি হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন