২০২৫ সালে বিদায় নেবে উইন্ডোজ টেন

বণিক বার্তা ডেস্ক

২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন চলতি মাসের শেষে নতুন অপারেটিং সিস্টেম আনতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট এর ফলে ধীরে ধীরে উইন্ডোজ টেনে সব ধরনের আপডেট দেয়া বন্ধ করে দেয়া হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে খবর বিবিসি

যেদিন উইন্ডোজ টেন বাজারে ছাড়া হয়েছিল, তখন মাইক্রোসফট জানিয়েছিল যে এটিই হবে তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম কিন্তু ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে উইন্ডোজ টেনের হোম অথবা প্রো ভার্সনের জন্য আর কোনো আপডেট বা সিকিউরিটি ফিক্স প্রদান করা হবে না বলে প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়েছে

নতুন উইন্ডোজের ব্যাপারে মাইক্রোসফট জানায়, অপারেটিং সিস্টেম কম্পিউটার ব্যবহারকারীদের জন্য বিগত সময়ের অপারেটিং সিস্টেমের তুলনায় উল্লেখযোগ্য অবদান রাখবে

২০১৫ সালের জুলাইয়ের আনুষ্ঠানিকভাবে বাজারে উইন্ডোজ টেন ছাড়া হয় সে সময় এটিকে উইন্ডোজ এজ সার্ভিস নাম প্রদান করা হয় মূলত কোনো টাকা খরচ ছাড়াই ব্যবহারকারীরা অপারেটিং সিস্টেমে বিভিন্ন আপডেট এবং সিকিউরিটি ফিক্স পেয়ে থাকতেন সে সময় মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সাত্যিয়া নাদেলা এটিকে ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারে ক্ষেত্রের নতুন দিকের উন্মোচন বলে আখ্যা দিয়েছিলেন

আগামী ২৪ জুন এক ভার্চুয়াল অনুষ্ঠানে নাদেলা এবং মাইক্রোসফটের প্রধান পণ্য কর্মকর্তা পানস পানায় নতুন অপারেটিং সিস্টেম উন্মোচন করবেন বলে জানা গেছে বর্তমানে গুগল অ্যাপলের অপারেটিং সিস্টেম মাইক্রোসফটের সঙ্গে তুমুল প্রতিযোগিতায় রয়েছে

কিছু প্রযুক্তিবিদদের ধারণা গতানুগতিক নম্বর প্রদানের পরিবর্তে মাইক্রোসফট নতুন নামে আসন্ন অপারেটিং সিস্টেম বাজারে উন্মুক্ত করবে রিব্র্যান্ডিংয়ের গুজবের পাশাপাশি এতে নতুন ফিচার, আরো উন্নত ইন্টারফেস এবং সম্পূর্ণ নতুন ডিজাইনের স্টার্ট মেন্যু প্রদান করা হবে বলে জানা গেছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন