হুয়াওয়ের নতুন স্মার্টব্যান্ড অনর সিক্স

ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন সব ফিচার নিয়ে বাজারে অনর ব্যান্ড সিক্স নিয়ে এসেছে চীনের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে স্মার্টব্যান্ড অনর সিক্সে দশমিক ৪৭ ইঞ্চির কালার অ্যামোলেড টাচস্ক্রিন প্রদান করা হয়েছে এর স্ক্রিন রেজল্যুশন ১৯৪৩৬৮ পিক্সেল ডিসপ্লের সুরক্ষায় টু পয়েন্ট ফাইভডি কার্ভড গ্লাস প্রদান করা হয়েছে

হুয়াওয়ের হনর ব্যান্ড সিক্সে ট্রুসিন ভার্সন ফোর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেটি ২৪ ঘণ্টা ব্যবহারকারীর হার্ট রেট মনিটর করতে সক্ষম এছাড়াও স্মার্টব্যান্ডে এসপিওটু সেন্সর রয়েছে, যেটি রক্তে অক্সিজেনের পরিমাণ পর্যবেক্ষণ করে থাকে করোনা মহামারীর সময়ে ফিচার অনেকের জন্য উপকারী অনর ব্যান্ড সিক্স পানির নিচে ৫০ মিটার পর্যন্ত সুরক্ষা প্রদান করবে সেই সঙ্গে এতে স্লিপ ট্র্যাকিং সুবিধা থাকায় আপনার পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা, সেটি সম্পর্কিত তথ্যও জানতে পারবেন

অনর ব্যান্ড সিক্সে ১৮০ মিলি অ্যাম্পেয়ার আওয়ারের ব্যাটারি প্রদান করা হয়েছে মাত্র ১০ মিনিটের চার্জে টানা তিনদিন এবং পরিপূর্ণ চার্জে স্মার্টব্যান্ড ১৪ দিন একটানা চলতে সক্ষমএমনটাই দাবি প্রতিষ্ঠানটির

অনর ব্যান্ড সিক্সে ১০টি প্রফেশনাল ওয়ার্কিং মুড রয়েছে এর মধ্যে আউটডোর রানিং, ইনডোর রানিং, আউটডোর ওয়াকিং, ইনডোর ওয়াকিং, আউটডোর সাইক্লিং, ইনডোর সাইক্লিং, ফ্রিস্টাইল ওয়ার্কআউট, ইনডোর সুইমিং, রোয়িং মেশিন এবং এলিপটিক্যাল মেশিন মুড উল্লেখযোগ্য

বাজারে কোরাল পিংক, মেটেওরাইট ব্ল্যাক এবং স্যান্ডস্টোন গ্রে তিন রঙের হ্রিস্ট স্ট্র্যাপে স্মার্টব্যান্ডটি পাওয়া যাবে এর বাজারমূল্য হাজার ৬০০ থেকে হাজার টাকার মধ্যে

গ্যাজেটস ৩৬০ ডিগ্রি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন