জুয়া ও রাজনৈতিক বিজ্ঞাপনে বিধিনিষেধ ইউটিউবের

বণিক বার্তা ডেস্ক

অনলাইন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউবের মাস্টহেড বিজ্ঞাপন স্লটে বেশকিছু বিধিনিষেধ আনা হচ্ছে এখন থেকে সেখানে মদ, জুয়া কোনো রাজনৈতিক বা নির্বাচনী বিজ্ঞাপন দেখানো হবে না খবর দ্য ভার্জ

ইউটিউবে এর আগে মদ জুয়া খেলার বিজ্ঞাপন দেখানোর ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল প্লাটফর্মটিতে অ্যাক্সেস নেয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা এসব বিজ্ঞাপন দেখতে পেতেন তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই রাজনৈতিক বা নির্বাচনী বিজ্ঞাপনসহ সব ধরনের অবৈধ বিজ্ঞাপন দেখানো বন্ধ করা হয়েছে

ইউটিউব বলছে, রাজনৈতিক বিজ্ঞাপন দেখালে বিতর্ক তৈরি হয় এবং নানামুখী সমালোচনার ফলে প্লাটফর্মটি ক্ষতিগ্রস্ত হয় সে কারণে এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক বিজ্ঞাপন প্রদর্শন নিয়ে বিতর্ক ওঠে সেই সময় থেকে সোস্যাল মিডিয়া প্লাটফর্মগুলোতে রাজনৈতিক বিজ্ঞাপন না দেখানোর দাবি ওঠে চলতি বছরের জানুয়ারিতে ক্যাপিটল হিলে সহিংসতার পর থেকে সেই দাবি জোরদার হয় এরপর টুইটার, ফেসবুকসহ আরো কয়েকটি প্লাটফর্ম রাজনৈতিক বিজ্ঞাপন না দেখানোর সিদ্ধান্ত নেয় ধারাবাহিকতায় ইউটিউবও মাদক, জুয়ার পাশাপাশি রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে

গত কয়েক বছরে নীতিমালা তৈরির কাজ করে আসছে গুগল সময়ে তারা ব্যবহারকারী কী করতে পারবেন আর কী করতে পারবেন না, সেটি ঠিক করে আসছে চলমান করোনা পরিস্থিতিতে তারা হেটস্পিচ, ভুয়া খবর, রাজনৈতিক উসকানি ষড়যন্ত্রমূলক সংবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তারা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন