তিন দশকে প্রথম লোকসানে এমিরেটস এয়ারলাইনস

বণিক বার্তা ডেস্ক

তিন দশকের মধ্যে প্রথম আর্থিক লোকসানের ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইনস দুবাইয়ের ফ্ল্যাগশিপ উড়োজাহাজ পরিবহন সংস্থা গত ৩১ মার্চ শেষ হওয়া আর্থিক বছরে ৬০০ কোটি ডলার লোকসান গুনেছে ফলে এমিরেটসসহ অন্যান্য উড়োজাহাজ সংস্থার পুনরুদ্ধারে কয়েক বছর সময় লাগবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা খবর অ্যারাবিয়ান বিজনেস

এর আগে ২০১৯-২০ আর্থিক বছরে এমিরেটস ১৭০ কোটি ডলার মুনাফা করেছিল এরপর কভিডজনিত বিধিনিষেধের কারণে তিন দশকেরও বেশি সময়ে প্রথমবারের মতো লোকসানের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি ২০২০-২১ আর্থিক বছরে এমিরেটস ৯৭০ কোটি ডলার আয় করেছে এটা আগের আর্থিক বছরের তুলনায় ৬৬ শতাংশ কম

পরামর্শক প্রতিষ্ঠান বাউয়ার এভিয়েশন অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা লিনাস বাউয়ার বলেন, এমিরেটসের লোকসানের খবর পুরো উড়োজাহাজ পরিবহন খাতকে হতাশ করেছে মহামারী চলাকালীন এমিরেটসের প্রধান চ্যালেঞ্জ ছিল আন্তর্জাতিক সীমান্ত বন্ধ থাকাকালীন অভ্যন্তরীণ ফ্লাইট চালিয়ে যাওয়া এক্ষেত্রে সংস্থাটি অভ্যন্তরীণ বাজারস্বল্পতায় পড়েছিল বর্তমান পরিস্থিতিতে দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক ফ্লাইটগুলো পুনরুদ্ধার হতে আরো সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের সীমান্ত বন্ধ, ভ্রমণ নিষেধাজ্ঞা বিভিন্ন বিধিনিষেধ যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ভারতের মতো মূল বাজারগুলোয় এমিরেটসের ফ্লাইট বন্ধ হয়ে যায় আর এগুলোই সংস্থাটির স্বল্পমেয়াদি পূর্বাভাস এবং ২০২০-২১ সালের আর্থিক অর্জনকে ক্ষতিগ্রস্ত করেছে

এখন পর্যন্ত যুক্তরাজ্য প্রবেশ দেশটি থেকে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের কোয়ারেন্টিনের মধ্য দিয়ে যেতে হয় আবার ভারতে কভিডের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় সংযুক্ত আরব আমিরাত দেশটির সঙ্গে উড়োজাহাজ চলাচল স্থগিত করে

মিদাস এভিয়েশনের অংশীদার জন গ্র্যান্ট বলেন, বৈশ্বিক পটভূমির পরিপ্রেক্ষিতে ফলাফল প্রত্যাশিত এবং সম্ভবত অন্যদের চেয়ে ভালো এমিরেটস তাদের বেশির ভাগ নেটওয়ার্ক পণ্য পরিবহন পরিষেবায় স্থানান্তর করতে সক্ষম হয়েছিল যেখানে অনেক এয়ারলাইনসের সক্ষমতা ছিল না 

এমিরেটস এয়ারলাইন অ্যান্ড গ্রুপের প্রধান নির্বাহী সাইদ আল মাকতুম বলেন, মহামারীটি কখন শেষ হবে তা আমরা কেউ জানি না তবে আমরা বুঝতে পারছি পুনরুদ্ধারটি জটিল হবে মহামারী চলাকালীন যেসব অর্থনীতি প্রতিষ্ঠান শক্ত অবস্থান নিশ্চিত করতে পেরেছে, তাদের জন্য পুনরুদ্ধারটি সহজ হবে বলেও জানান তিনি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন