ফ্রান্সে আইকিয়াকে ১২ লাখ ডলার জরিমানা

বণিক বার্তা ডেস্ক

কর্মীদের তথ্য অন্যায়ভাবে সংগ্রহ এবং তা ব্যবহার করার অভিযোগ উঠেছে সুইডিশ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আইকিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১২ লাখ ডলার জরিমানা করেছেন ফ্রান্সের একটি আদালত আইকিয়ার সঙ্গে এর ১৫ সাবেক কর্মীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে খবর সিএনএন

আদালতের তথ্য অনুযায়ী, ২০০৯-২০১২ সালের মধ্যে ফ্রান্সে কর্মরত আইকিয়ার কর্মীদের ওপর গুপ্তচরবৃত্তি করা হতো অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আইকিয়া ফ্রান্সের সাবেক প্রধান নির্বাহী জিন লুইস ব্যালিয়টকে দুই বছরের কারাদণ্ড ৬০ হাজার ৫০০ ডলার জরিমানা করেন আদালত যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেন

ঘটনার বিস্তারিত উঠে এসেছে রায়ে সেখানে দেখা যায় কীভাবে আইকিয়া ফ্রান্স বেসরকারি তদন্তকারী নিয়োগের মাধ্যমে কর্মীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল

আদালতের রায়ের বিষয়ে দেয়া বিবৃতিতে আইকিয়া ফ্রান্স জানিয়েছে, ঘটনা প্রতিষ্ঠানের মূল্যবোধকে নষ্ট করেছে পাশাপাশি এজন্য ক্ষমাও চায় সংস্থাটি ভবিষ্যতে যেন ধরনের ঘটনা আর না ঘটে, সেদিকে লক্ষ রাখা হবে বলে জানিয়েছে আইকিয়া মামলার অন্যতম বাদী ফ্রান্সের শ্রম ইউনিয়ন আদালতের রায়কে শ্রমিকদের জন্য বিজয় হিসেবে আখ্যা দিয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন