ফ্যামিলি ম্যানে মনোজ বাজপেয়ির পারিশ্রমিক ১০ কোটি রুপি

ফিচার প্রতিবেদক

ভারতে ওটিটি প্লাটফর্মের দর্শকদের হূদয়ে রীতিমতো ঝড় তুলেছিল দ্য ফ্যামিলি ম্যান ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয় সিরিজের প্রথম সিজন অল্প সময়েই জনপ্রিয়তা পাওয়া দ্য ফ্যামিলি ম্যান-এর পরের সিজনটির জন্য রীতিমতো মুখিয়ে ছিলেন দর্শকরা, যার অবসান হয়েছে সম্প্রতি জুন মুক্তি পেয়েছে দ্য ফ্যামিলি ম্যান সিজন টু ভারতের নেট দুনিয়া সিজন টুর সংবাদ, মিমসহ নানা ধরনের কন্টেন্টে সয়লাব এমন সাড়া অবাক করেছে সংশ্লিষ্টদের এর মাধ্যমেই হিন্দি ছবির জগতে অভিষেক হয়েছে তেলেগু সুপারস্টার সামান্থা আক্কিনেনির দর্শকের দারুণ সাড়া পাওয়া সিরিজে দারুণ অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন অভিনেতারা বিশেষভাবে মনোজ বাজপেয়ি সামান্থা আক্কিনেনির অভিনয় নজর কেড়েছে দর্শকদের অভিনয়শৈলীর বিপরীতে তাই বড় অংকের পারিশ্রমিক পেয়েছেন দুই শিল্পী

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা বলছে, দ্য ফ্যামিলি ম্যান সিজন টু জন্য মনোজ বাজপেয়ি পেয়েছেন ১০ কোটি রুপি আর সামান্থা আক্কিনেনিকে দেয়া হয়েছে অন্তত - কোটি রুপি মনোজ বাজপেয়ির জন্য বড় অংকের পারিশ্রমিক প্রত্যাশা প্রাপ্তির সমান হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কারণ দীর্ঘ সময়জুড়ে কেবল প্রধান চরিত্রেই অভিনয় করেননি তিনি, একই সঙ্গে থ্রিলার, অ্যাকশনসহ ওয়েব সিরিজটির সব দৃশ্যই দর্শকদের মাঝে যেন টান টান উত্তেজনা তৈরির রসদ জুগিয়েছেন প্রথম সিজনটিতে তার অসাধারণ অভিনয়ের জন্যই দ্বিতীয় মৌসুমের অপেক্ষায় ছিলেন তার ভক্তরা যে কারণে ওয়েব সিরিজটির দ্রুত প্রকাশ নিয়ে নির্মাতা রাজ নিদিমরু কৃষ্ণা ডি কে এবং প্রকাশক অ্যামাজন প্রাইমের মধ্যে বাড়তি আগ্রহ ছিল ফলে মনোজ বাজপেয়ির পারিশ্রমিক তার প্রাপ্যই ছিল

অন্যদিকে সামান্থা আক্কিনেনির দীর্ঘ ক্যারিয়ারের অসাধারণ অভিনয় দক্ষতার বহিঃপ্রকাশ ঘটেছে যেন দ্য ফ্যামিলি ম্যান সিজন টু সিরিজে সিরিজে তার উপস্থিতি দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করেছে নির্মাতারাও জানতেন, সিরিজে তার অভিনয় করা মানেই দর্শক উপস্থিতি আরো বহুগুণ বাড়বে তার ভক্তরাও ওয়েব সিরিজটির জন্য মুখিয়ে থাকবেন সেই অর্থে সিরিজটিতে বাড়তি রোমাঞ্চ ছড়ানোর পাশাপাশি দক্ষিণি দর্শকদের কাছে জনপ্রিয়তা বাড়ানোর কৃতিত্বটা তিনি পেতেই পারেন

অন্য একটি সূত্র বলছে, দ্য ফ্যামিলি ম্যান সিজন টু জন্য মনোজ বাজপেয়ি পেয়েছেন  - কোটি রুপি অন্যদিকে সামান্থা আক্কিনেনি আড়াই কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন