গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা

বণিক বার্তা অনলাইন

গাজায় হামাস যোদ্ধাদের লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বিস্ফোরক বেলুন ছোঁড়ার প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলটি। খবর বিবিসি।

বুধবার ভোরে গাজা সিটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি ফায়ার সার্ভিসের তথ্যমতে, গাজা থেকে বেশ কিছু বেলুন ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে, যে কারণে অনেক জায়গায় আগুন ধরে যায়। 

গত ২১ মে ১১ দিনের যুদ্ধ শেষে উভয় পক্ষের যুদ্ধ বিরতির পরে এটি প্রথম বড় কোনো উত্তেজনার ঘটনা।

মঙ্গলবার ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমে ইহুদি জাতীয়তাবাদীদের একটি মিছিল লক্ষ্য করে এ হামলা চালানো হয়

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে বলা হয়, খান ইউনিস ও গাজা শহরে হামাস পরিচালিত সামরিক কম্পাউন্ডে তাদের ফাইটার বিমান আঘাত হানেওই স্থানে হামাস সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিলো বলে দাবি তাদের।

তাৎক্ষণিকভাবে বিমান হামলা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর টুইটারে দেয়া এক বিবৃতিতে হামাসের একজন মুখপাত্র বলেন, ফিলিস্তিনিরা তাদের সাহসী প্রতিরোধ চালিয়ে যাবে এবং জেরুজালেমের পবিত্র স্থানের রক্ষা করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন