ডিএসইর অভিযোগ দায়ের

বানকো সিকিউরিটিজের কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক

অনিয়ম, ঘাটতি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার কারণে বানকো সিকিউরিটিজের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ সেই সঙ্গে ব্রোকারেজ হাউজটির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ডিএসই ডিএসইর পর্ষদ সভায় ১৪ জুন ব্রোকারেজ হাউজটির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে

তথ্যমতে, বানকো সিকিউরিটিজে গ্রাহকদের সমন্বিত হিসাবে ৬৬ কোটি টাকার ঘাটতি পেয়েছে ডিএসই যা খুবই ঝুঁকিপূর্ণ মাত্রায় চলে গেছে বলে জানান তারা তাই ব্রোকারেজ হাউজটিকে বন্ধ তাদের বিরুদ্ধে মামলা করে ডিএসই এছাড়া অভিযুক্তরা যাতে দেশ ছেড়ে যেতে না পারে, সেলক্ষ্যে কমিশন ইমিগ্রেশন বিভাগে যোগাযোগ করেছে

বানকো সিকিউরিটিজের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর একজন পর্ষদ সদস্য বণিক বার্তাকে বলেন, হঠাৎ করেই ব্রোকারেজ হাউজটির সমন্বিত গ্রাহক হিসাবে অর্থের গরমিলের বিষয়টি আমাদের নজরে আসে এক সপ্তাহ ধরেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি অর্থ আত্মসাতের বিষয়ে চেয়ারম্যান এমডি একজন আরেকজনকে দোষারোপ করছেন আমরা অর্থ আদায়ের জন্য যথাসাধ্য চেষ্টা করছি এরই মধ্যে বিএসইসি থেকে ব্রোকারেজ হাউজটির কর্তব্যক্তিরা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, সেজন্য ইমিগ্রেশন পুলিশকে অবহিত করা হয়েছে পাশাপাশি কমিশন থেকে ডিএসইকে বিষয়ে মামলা করার পরামর্শ দেয়া হয় এর পরিপ্রেক্ষিতে আমার সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছি এক্সচেঞ্জের কর্মকর্তারা বিষয়টি নিয়ে তদন্ত করছেন তদন্ত শেষ হলে প্রকৃতপক্ষে কী পরিমাণ অর্থের গরমিল রয়েছে সেটি জানা যাবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন