পাহাড় ধসের শঙ্কায় চট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

বর্ষায় পাহাড় ধসের আশঙ্কা থাকায় চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের অবৈধ বসতি স্থাপনা উচ্ছেদ শুরু করেছে প্রশাসন পরিবেশ অধিদপ্তরের উপস্থিতিতে গতকাল সকাল থেকে অভিযান শুরু করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম মহানগর জেলা পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তিনটি অংশে ভাগ হয়ে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের কাট্টলী, হাটহাজারী সীতাকুণ্ড অংশে অভিযান পরিচালনা করছেন ছয়জন ম্যাজিস্ট্রেট

সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদ বণিক বার্তাকে বলেন, নগরীর বায়েজিদ সংযোগ সড়কের দুই পাশে পাহাড়ের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ অবৈধভাবে বসবাসরতদের উচ্ছেদে অভিযান শুরু হয়েছে রাস্তার সঙ্গে লাগানো স্থাপনার সঙ্গে পাহাড়গুলোর ভেতরে যেসব ঝুঁকিপূর্ণ অবৈধ স্থাপনা রয়েছে, সেখানেও অভিযান চালানো হচ্ছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট অংশ থেকে বায়েজিদ পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি নির্মাণে খাড়াভাবে পাহাড় কাটা হয়েছে প্রায় ১৮টি প্রকল্পটি বাস্তবায়নে নগরীর উত্তর পাহাড়তলী মৌজা, হাটহাজারীর জালালাবাদ মৌজা এবং সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর মৌজায় পাহাড়গুলো কাটা হয় এতে পাহাড় ধসে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন