যন্ত্রাইল ইউনিয়নবাসীর ক্ষোভ

ব্যবহার করা হচ্ছে না অর্ধকোটি টাকার ভবন

বণিক বার্তা প্রতিনিধি, নবাবগঞ্জ

গ্রামের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে দ্রুত -সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়ন পরিষদ ভবনটি প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় কিন্তু আট বছর ধরে ইউনিয়ন পরিষদের ভবনটি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান তার পরিষদের সদস্যরা দাপ্তরিক কাজে ব্যবহার না করার কারণে এখন একটি ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে বলে দাবি স্থানীয় জনসাধারণের

বিষয়ে যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নন্দলাল সিংহ বলেন, ইউপি ভবনে যাতায়াতের রাস্তাটি ভালো না থাকায় আমি যাই না পুরনো ইউপি ভবন ব্যবহার করছি আমরা

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর সূত্র জানায়, ২০১৩ সালের এপ্রিল বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক গৃহায়ন গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খাঁন ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করেন যথাসময়ে ভবনটির নির্মাণকাজ শেষ হলেও ইউপি চেয়ারম্যান তার দপ্তরের কাজে ভবনটি ব্যবহার করছেন না বলে স্থানীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে

ইউনিয়নবাসীর দাবি, বর্তমান সরকার গ্রামের মানুষের মধ্যে দ্রুত -সেবা পৌঁছে দিতে আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করলেও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের অবহেলা গাফিলতির কারণে তারা -সেবা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অন্যদিকে ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা তাদের দাপ্তরিক কাজে ভবনটি ব্যবহার না করায় বখাটে শ্রেণী ভবনে সন্ধ্যার পর আখড়া তৈরি করে মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে

ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়ে খোঁজ নিয়ে দেখা হবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন