জি ফাইভে আসছে ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’

ফিচার প্রতিবেদক

ওটিটি প্লাটফর্ম জি ফাইভে আসছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান সিরিজ দিয়ে ওটিটি প্লাটফর্মে অভিষেক হচ্ছে ফারুকীর ফারুকীর পরিচালায় এবং অ্যালেক্সি কসোরুকভের সিনেমাটোগ্রাফিতে বাংলাদেশের এক সাধারণ মেয়ের গল্প লেডিস অ্যান্ড জেন্টলম্যান সাধারণ মেয়ে থেকে ধীরে ধীরে দেশের সব কর্মজীবী নারীর কণ্ঠস্বর হয়ে ওঠার গল্প নিয়ে ওয়েব সিরিজ আট পর্বের সিরিজটিতে নারী-পুরুষের সম্পর্কের জটিলতা, সমাজে নারী বিদ্বেষের মতো বিষয়গুলো উঠে এসেছে, যা নিশ্চিতভাবে অনুরণিত হবে ১৯০টি দেশের দর্শকের হূদয়ে

লেডিস অ্যান্ড জেন্টলম্যানের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন তাসনিয়া ফারিন এছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরী, হাসান মাসুদ, পার্থ বড়ুয়া, ইরেশ জাকের, মারিয়া নূর প্রমুখ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব জায়গা থেকে জি ফাইভ অ্যাপে দেখা যাবে তবে বাংলাদেশের দর্শকদের জন্য বিনামূল্যে দেখার ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন ফারুকী

গতকাল ভার্চুয়াল এক প্রেস কনফারেন্সে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, লেডিস অ্যান্ড জেন্টলম্যানের শিল্পী কলাকুশলী এবং জি ফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দের উপস্থিতিতে ওয়েব সিরিজটির একটি ট্রেলার উন্মোচন করা হয়

জি ফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, বাংলাদেশে অনেক প্রতিভাবান পরিচালক শিল্পী রয়েছেন এখানে রয়েছে মৌলিক নিজস্ব সংস্কৃতির ধারা ফারুকীর সঙ্গে মিলে বাংলাদেশের একান্ত নিজের গল্পের ওয়েব সিরিজ দর্শকদের সামনে হাজির করতে পেরে আমরা আনন্দিত

লেডিস অ্যান্ড জেন্টলম্যান নিয়ে ফারুকী বলেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যানের মাধ্যমে ওয়েব সিরিজে আমার যাত্রা, তাও জি ফাইভ গ্লোবালের মতো বৈশ্বিক প্লাটফর্মে অংশীদারিত্বের সুযোগে আমি আনন্দিত ওয়েব সিরিজটি নির্মাণে আমরা যথেষ্ট পরিশ্রম করেছি এর চিত্রগ্রাহক অ্যালেক্সি কসোরুকভ আন্তর্জাতিকভাবে সমাদৃত তার মেধাদীপ্ত কাজ লেডিস অ্যান্ড জেন্টলম্যানকে আরো উপভোগ্য করে তুলবে ওয়েব সিরিজের গল্প দর্শকদের মধ্যে একটি সামাজিক ইস্যু নিয়ে সাড়া ফেলবে বলে আমাদের বিশ্বাস

আগামী জুলাই লেডিস অ্যান্ড জেন্টলম্যান মুক্তি পাবে জি ফাইভ গ্লোবাল প্লাটফর্মে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন