যে অঞ্চলে করোনার সংক্রমণ বাড়বে সেখানেই লকডাউন দেবে স্থানীয় প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

করোনা ইস্যুতে কোনরকমের ঝুঁকি না নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে সংক্রমণ বেশি সেখানে স্থানীয় প্রশাসন যেন 'ব্লক' করে দিয়ে সংক্রমণ থামানোর চেষ্টা করেন, সেই নির্দেশ দিয়েছেন তিনি।   

সোমবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক তিনি এ নির্দেশ দিয়েছেন বলে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

কেন্দ্রীয়ভাবে যে লকডাউন বিদ্যমান রয়েছে সেটা বাড়বে কিনা জানতে চাইলে সচিব বলেন, এখনো দুই দিন সময় আছে। এ দুইদিন পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন