বেনাপোল কাস্টমসের নতুন শর্ত

আমদানি বাণিজ্যে ধীরগতির শঙ্কা, ব্যবসায়ীদের ক্ষোভ

বণিক বার্তা প্রতিনিধি, যশোর

ভারত থেকে আমদানি বাণিজ্য পণ্য ছাড়করণের ক্ষেত্রে আট শর্ত জারি করেছে বেনাপোল কাস্টম হাউজ এসব শর্তের ফলে কাস্টমস কর্মকর্তারা অনিয়ম কমে স্বচ্ছতা নিশ্চিত হবে মনে করলেও ব্যবসায়ী নেতারা বলছেন, এতে আমদানি বাণিজ্যে ধীরগতি দেখা দেবে পাশাপাশি অতিরিক্ত খরচ বেড়ে যাওয়ায় তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীরা বাণিজ্যে আগ্রহ হারাবেন সম্প্রতি বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান স্বাক্ষরিত শর্ত জারির অনুলিপিটি অবগতির জন্য বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট আটটি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে

এসব শর্তের মধ্যে রয়েছে একটি সুনির্দিষ্ট ডিটেইল প্যাকিং লিস্ট (সুনির্দিষ্ট বর্ণনা, মার্কস নম্বর, আর্ট নম্বর, পার্ট নম্বর ব্র্যান্ড নামসহ) এবং সুস্পষ্ট কান্ট্রি অব অরিজিন থাকা বাধ্যতামূলক, আমদানীকৃত পণ্য চালানের বিপরীতে দাখিলকৃত বাণিজ্যিক দলিলাদির সঙ্গে ডিটেইল প্যাকিং লিস্ট এবং কান্ট্রি অব অরিজিন দাখিল করতে না পারলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পণ্য চালানের প্রতিটি প্যাকেজে একের অধিক আইটেম মিশ্রিত অবস্থায় আমদানি করা যাবে না একটি প্যাকেজে শুধু একটি আইটেম আমদানি করা যাবে, অ্যাসোটেড গুডসের প্রতি কনসাইনমেন্ট ৫০০-এর বেশি প্যাকেজ আমদানি করা যাবে না, একটি পণ্য চালান টু হুইলার, থ্রি হুইলার ফোর হুইলার পার্টস মিশ্রিত অবস্থায় আমদানি করা যাবে না পৃথক পণ্য চালান আমদানি করতে হবে, ফ্যাব্রিকস কিংবা অন্য কোনো পণ্যের কমন ঘোষণা (অল কাইন্ডস অব ফ্যাব্রিকস) না দিয়ে সুনির্দিষ্টভাবে যেমন: শার্টিং, প্যান্টিং, কটন, সিনথেটিক, ওড়না, সিনিল ভেলভেট ফ্যাব্রিকস প্রভৃতি নামে ঘোষণা দিয়ে পণ্য চালান আমদানি করতে হবে, একই পণ্য চালান ২৫টির অধিক আইটেম আমদানি করা যাবে না

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, কাস্টমস কর্তৃক নির্দেশিত শর্তের কয়েকটি যৌক্তিকতা আছে তবে এর অধিকাংশ শর্ত নিয়ম মেনে আমদানি করতে গেলে এতে বাণিজ্যে যেমন ধীরগতি নামবে, তেমনি খরচ বেড়ে যাবে এতে বাণিজ্যে আগ্রহ হারাবেন অনেক ব্যবসায়ীরা বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষকে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে এরই মধ্যে অবগত করা হয়েছে

বেনাপোল কাস্টম হাউজের ডেপুটি কমিশনার শামিমুর রহমান জানান, আট শর্ত মেনে পণ্য আমদানি হলে সরকারের যেমন রাজস্ব আয়ে স্বচ্ছতা বাড়বে, তেমনি অনিয়ম অনেকাংশে কমে আসবে দ্রুত সিদ্ধান্ত কার্যকর হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন