এবি ব্যাংকের বন্ড ও রাইট শেয়ার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এবি ব্যাংক লিমিটেডের বেমেয়াদি পারপেচুয়াল বন্ড রাইট শেয়ার ইস্যুর বিষয় অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা ১০ জুন অনুষ্ঠিত ব্যাংকটির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা এখন বিএসইসি অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর বিষয়টি চূড়ান্ত হবে এবং ব্যাংকটি বন্ড রাইট শেয়ার ইস্যু করতে পারবে

এর আগে ব্যাংকটির পর্ষদ বন্ডের বিষয়ে আগের সিদ্ধান্তে পরিবর্তন করে পরবর্তী সময়ে ৬০০ কোটি টাকা বন্ড ইস্যুর মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নেয় এছাড়া নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বন্ডের বিষয়ে নির্দেশনার কারণে ব্যাংকটির বন্ড ইস্যুর প্রস্তাবেও পরিবর্তন করে ব্যাংকটির পর্ষদ প্রস্তাবিত বন্ডের আকার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৬০০ কোটি টাকা করে অপরদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী বন্ডের সব ইউনিট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ না করে ১০ শতাংশ (৬০ কোটি টাকা) ইউনিট পাবলিক অফারের মাধ্যমে বরাদ্দ করবে বাকি ৫৪০ কোটি টাকার বন্ড প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে

অপরদিকে মূলধন ভিত্তি শক্তিশালী করতে রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেয় এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় ছয়টি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত অনুমোদন করা হয় সেই সঙ্গে ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন