ভারতের চা রফতানি খাতে ধস

বণিক বার্তা ডেস্ক

ভারতের চা রফতানি খাতে ধস নেমেছে ২০২০-২১ অর্থবছরে সমানভাবে কমেছে দেশটির চা রফতানির পরিমাণ আয় পণ্যটির মূল্যবৃদ্ধি করোনার কারণে দেশে দেশে অবরোধ অবস্থার সৃষ্টি হওয়ায় রফতানিতে এমন মন্দা পরিস্থিতির মধ্যে পড়েছে দেশটি খবর দ্য হিন্দু বিজনেস লাইন

ভারতের চা বোর্ডের দেয়া সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরে দেশটি রফতানির জন্য জাহাজীকরণ করেছিল ২৪ কোটি ২৩ লাখ ৪০ হাজার টন চা ২০২০-২১ অর্থবছরে জাহাজীকরণ করা হয় ২০ কোটি ২০ লাখ টন সে হিসেবে রফতানি কমেছে ১৬ দশমিক ৩০ শতাংশ

এদিকে রফতানির পরিমাণ হ্রাস পাওয়ায় কমে গেছে আয়ও ২০২০-২১ অর্থবছরে চা রফতানি খাতে সব মিলিয়ে আয় এসেছে হাজার ২৩১ কোটি ৬৯ লাখ রুপি এর আগের মৌসুমে রফতানি আয় ছিল হাজার ৪৫৭ কোটি ১০ লাখ রুপি সে হিসেবে আয় কমেছে দশমিক ১৩ শতাংশ

চা বোর্ড জানায়, ভারতের রফতানি বাজারে চায়ের গড় দাম বেড়েছে ফলে এবার রফতানি ক্রয়াদেশ কম এসেছে ২০২০-২১ অর্থবছরে চায়ের দাম বেড়ে কেজিপ্রতি ২৫৮ দশমিক ৯৯ রুপিতে দাঁড়িয়েছে আগের অর্থবছরে গড় দাম ছিল কেজিপ্রতি ২২৬ দশমিক ১২ রুপি এক বছরের ব্যবধানে পণ্যটির দাম ১৪ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন