স্ট্যানফোর্ডে না গিয়ে সুশান্ত হাজির হয়েছিলেন মুম্বাইয়ে

ফিচার ডেস্ক

গত বছর এই দিনে আত্মহত্যা করেছিলেন বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত মাত্র ৩৪ বছর বয়সে তার এমন ট্র্যাজিক বিদায় ভক্ত, সাধারণ দর্শক সবাইকেই শোকাহত করেছিল অভিনেতা হওয়ার আগে বেশ উজ্জ্বল একাডেমিক ক্যারিয়ার ছিল সুশান্তের এবং তিনি চাইলে সেটি আরো বিকশিত হতো কিন্তু সব ছেড়েছুড়ে তিনি চলে এসেছিলেন স্বপ্নকে ধরতে, অভিনয়ের জগতে

সুশান্ত ছিলেন দিল্লির মর্যাদাপূর্ণ কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র কিন্তু ডিগ্রি শেষ না করেই নেমে পড়েন অভিনয়ের জগিট দেখতে সেটা ছিল ২০০৬ সাল কলেজে সুশান্তের শেষ বর্ষ এমন সময়ে একদিন বাসায় গিয়ে বোমা ফাটালেনজানালেন আর পড়াশোনা করবেন না, নামবেন অভিনয়ে স্বভাবতই পরিবারের সদস্যরা বিস্মিত হয়েছিলেন তারা কেউ কোনো কথা বলছিলেন না সুশান্ত এক সাক্ষাত্কারে পরিস্থিতি নিয়ে বলেছিলেন, সবার মৌনতাকে আমি সম্মতি হিসেবে ধরে নিয়েছিলাম সেটা ছিল খুব কঠিন সময় এখন অবশ্য অবস্থা বদলেছে আমার বাবা হাঁটতে বের হলে অনেকে তার সঙ্গে এসে আমাকে নিয়ে কথা বলে, তারা আমার কোনো ছবির ক্লিপ দেখায় কিন্তু এখনো বাবার সাথে আমার যেকোনো আলাপে তার শেষ কথাটা হয় এমন, বেটা, ডিগ্রিটা নিয়ে নিতে পারতে 

সুশান্ত ন্যাশনাল ফিজিকস অলিম্পিয়াড জিতেছিলেন তার ইচ্ছা ছিল নভোচারী নয়তো বিমান বাহিনীর পাইলট হবেন কিন্তু তারা বাবা-মা রাজি না হওয়ায় সুশান্ত তার কক্ষের দেয়ালে লাগানো টম ক্রুজের টপ গানের ছবিটি ছিঁড়ে ফেলেছিলেন এরপর তাকে ভর্তি হতে হলো ইঞ্জিনিয়ারিংয়ে

সুশান্ত সিং রাজপুত যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছিলেন কিন্তু তাতে তিনি সাড়া দেননি স্ট্যানফোর্ডের স্কলারশিপের প্রস্তাব গ্রহণ না করে কলেজ ছেড়ে দিয়ে আমি হাজির হলাম মুম্বাইয়ের ভারসোভায় এক রুমে ছয়জনের সঙ্গে গাদাগাদি করে থাকতে শুরু করলাম

২০১৫ সালে সুশান্তের ছেড়ে আসা কলেজ অব ইঞ্জিনিয়ারিং তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন