শাহরুখের ভাইরাল ছবির পেছনের গল্প

ফিচার ডেস্ক

তারকাদের পুরনো দিনের ছবি দেখতে ভক্তরা সবসময়ই আগ্রহী থাকেন আর সে ছবি যদি বলিউড বাদশাহ শাহরুখ খানের হয় তাহলে তো কথাই নেই বলিউডে জায়গা করে নেয়ার আগে শাহরুখ বেশ অনেকদিন লড়াই করেছেন গতকাল একটি টুইটার অ্যাকাউন্ট থেকে অ্যাক্টিং স্কুলে থাকাকালীন শাহরুখের একটি পুরনো ছবি আপলোড করা হয় ছবিটি কলকাতা স্টেশনে তোলা মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়েছে

ছবিটি টুইটারে আপলোড করেছেন সঞ্জয় কে রয় ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ জানিয়েছে, ছবিটি তুলেছিলেন অভিনেতা অমর এস তালবার রাফ ক্রসিং নামে একটি নাটকে অভিনয়ের জন্য তারা সবাই কলকাতায় গিয়েছিলেন

ছবিতে শাহরুখের সঙ্গে আছেন দিব্যা সেথ শাহ, রীতুরাজ সিং শাহরুখ খান মাঝে মাঝেই দিব্যার সঙ্গে তার পুরনো ছবি শেয়ার করে স্মৃতিচারণ করেন একবার দিব্যার সঙ্গে একটি ছবি শেয়ার করে শাহরুখ লিখেছিলেন, আমার সেরা বন্ধু দিব্যা সে- আমাকে অভিনয় শিখিয়েছে আমার অভিনয়ে যা যা ভালো তা সবই দিব্যার শিক্ষা

বড় পর্দায় আসার আগে শাহরুখ খান মঞ্চ টেলিভিশনে নিয়মিত কাজ করেছেন শাহরুখ অভিনয় শিখেছেন দিল্লির অ্যাক্টিং স্কুলে বিশিষ্ট নির্দেশক ব্যারি জনের তত্ত্বাবধানে অভিনেতা মনোজ বাজপেয়ি ছিলেন শাহরুখের সহপাঠী

১৯৯২ সালে দিওয়ানা ছবির মাধ্যমে বলিউডে শাহরুখের অভিষেক হয় এবং বলাই বাহুল্য এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি এরপর এক বছরের মধ্যে মুক্তি পেয়েছিল চমত্কার, রাজু বান গায়া জেন্টলম্যান দিল আশনা হ্যায়

 

সূত্র: ডিএনএ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন