ক্রোয়েশিয়াকে হারাল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ঘরের মাঠে ক্রোয়েশিয়াকে - গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করল ইংল্যান্ড আজ ওয়েম্বলিতে রৌদ্র্যোজ্জ্বল বিকেলে ম্যানচেস্টার সিটি তারকা রহিম স্টার্লিংয়ের করা একমাত্র গোল জয় এনে দেয় ইংল্যান্ডকে

ম্যাচের ৫৭ মিনিটে কালভিন ফিলিপসের পাস থেকে গোলটি করেন স্টার্লিং, যা বড় আসরে তার প্রথম গোল এবং থ্রি লায়ন্সদের জার্সিতে ১৭ ম্যাচে ১৩তম গোল  

এদিকে আগের রাতে রাশিয়াকে - গোলে হারিয়েছে বিশ্বের এক নম্বর র্যাংকধারী দল বেলজিয়াম ইন্টার মিলানের স্ট্রাইকার রোমেলু লুকাকু জোড়া গোল করেন, বাকি গোলটি টমাস মুনিয়ারের করা

জয়টি ইন্টার মিলান সতীর্থ ক্রিস্টিয়ান এরিকসেনের প্রতি উত্সর্গ করেন লুকাকু উল্লেখ্য, শনিবার ফিনল্যান্ডের বিপক্ষেবিগ্রুপ ম্যাচে থ্রো-ইন করার সময় আকস্মিকভাবে মাঠে পড়ে যান ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন সতীর্থ দর্শকরা প্রার্থনায় বসে যায় গোটা ফুটবল বিশ্ব মাঠেই বুকে চাপ দিয়ে তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করা হয় পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেয়া হয় হাসপাতালে নেয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ২৯ বছর বয়সী তারকা পরে ম্যাচ শুরু হলে ফিনল্যান্ডের কাছে - গোলে হেরে যায় এরিকসেনের ডেনমার্ক 

শনিবার রাশিয়াকে হারানোর পর এরিকসেনকে নিয়ে লুকাকু বলেন, আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম আমার পরিবারের চেয়েও বেশি সময় তার সঙ্গে কাটিয়েছি আমি ম্যাচটি খেলা আমাদের জন্য আসলে কঠিন ছিল তার সুস্বাস্থ্য কামনা করি এবং এই জয়টি তাকে উত্সর্গ করছি

এদিকে ডেনমার্ক দলের চিকিত্সক মর্টেন বোয়েসেন আজ জানিয়েছেন, কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছিলেন এরিকসেন তবে এখন তিনি ভালো আছেন     

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন