জেফ বেজোসের মহাকাশ যাত্রা

সঙ্গী হতে ২ কোটি ৮০ লাখ ডলার খরচে রাজি রহস্যময় ব্যক্তি

বণিক বার্তা অনলাইন

অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সঙ্গে মহাকাশ যাত্রায় সঙ্গী হতে নিলামে ২ কোটি ৮০ লাখ ডলার হেঁকেছেন এক ব্যক্তি। বেজোসের সঙ্গে তার ক্রু স্পেসফ্লাইটের যাত্রী হিসেবে ভ্রমণ করতে এ পরিমাণ অর্থ ব্যয় করতে রাজি হয়েছেন তিনি। তবে রহস্যময় এ ব্যক্তির পরিচয়টা এখনো গোপনই রাখা হয়েছে।

স্পেসফ্লাইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্লু অরিজিন এক টুইট বার্তায় জানিয়েছে, শিগগিরই নিলামে বিজয়ীর বিস্তারিত পরিচয় প্রকাশ করবে তারা।

আগামী ২০ জুলাই জেফ বেজোসের সঙ্গে মহাকাশ ভ্রমণে আরো দুজন সঙ্গী হবেন। এদের একজন তার ভাই মার্ক, অন্যজন অজ্ঞাত মহাকাশ ভ্রমণকারী।

নিলামে ১৪০টিরও বেশি দেশের আগ্রহী ব্যক্তিরা অংশ নেন। প্রায় এক মাস ধরে চলে এ নিলাম প্রকি্রয়া। তবে শনিবার অনলাইন নিলামটির আকার পাঁচগুণ বেড়ে যায় নিলাম বিজয়ীর কাছ থেকে পাওয়া অর্থ ব্লু অরিজিনের ফাউন্ডেশন ক্লাব ফর ফিউচার- দান করা হবে 

চলতি সপ্তাহের শুরুতে ইনস্টাগ্রামের এক পোস্টে বেজোস লেখেন, ‘আগামী ২০ জুলাই আমার ভাইয়ের সঙ্গে ভ্রমণে যাচ্ছি এটি হবে আমার সবচেয়ে ভাল বন্ধুর সাথে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার।’

ফোর্বস ম্যাগাজিনের তথ্যমতে, বেজোসের সম্পদের মোট মূল্য ১৮ হাজার ৬২০ কোটি ডলার, যা তাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত করেছে

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন