ভারতে আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন কভিড শনাক্তের রেকর্ড

ভারতে কভিড শনাক্তের চিত্র ধারাবাহিকভাবে নিম্নমুখী হতে দেখা গেছে। গতকালের তুলনায় আজ রোববার দেশটিতে সর্বনিম্ন কভিড শনাক্তের রেকর্ড হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে ৮০ হাজার ৮৩৪ জনের কভিড শনাক্ত হয়, যা প্রায় আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্তের রেকর্ড। খবর এনডিটিভি।

করোনা সংক্রমণের দিক থেকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ ভারত। বর্তমানে দেশটিতে কভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৪ লাখে। ​

কয়েকদিন ধরেই দেশটিতে কভিড শনাক্তের হার কমতে দেখা গেছে। গত টানা পাঁচদিন ধরে ভারতের কভিড শনাক্তের হার ৫ শতাংশের চেয়ে কমে বর্তমানে ৪ দশমিক ২৫ শতাংশে দাঁড়িয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে ৫৪ হাজার ৫৩১ জন কমে যাওয়ার মাধ্যমে বর্তামানে মোট আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০ লাখ ২৬ হাজার ১৫৯ জনে। গত টানা ৩১তম দিনের মতো আক্রান্তের বিপরীতের সুস্থ্য হওয়া হওয়া রোগীর সংখ্যা বেশি রয়েছে।

ভারতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ লাখ ৭০ হাজার জনে দাঁড়িয়েছে। 

দেশের মোট শনাক্তের মধ্যে তামিল নাডুতে সর্বোচ্চ সংখ্যক ১৫ হাজার ১০৮ জন নতুন করে কভিডে আক্রান্ত হয়েছে। তামিল নাডুর পরে কেরালা ও মহারাষ্ট্রে শনাক্ত হয়েছে যথাক্রমে ১৩ হাজার ৮৩২ ও ১০ হাজার ৬৯৭ জন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন