ইউরোয় ইতালির শুভসূচনা সুইজারল্যান্ড-ওয়েলস ড্র

ক্রীড়া ডেস্ক

ইউরো ২০২০ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে ইতালি ১১ দেশের ১১ শহরে চলমান আসরে শুক্রবার রাতে উদ্বোধনী ম্যাচে তুরস্ককে - গোলে গুঁড়িয়ে দিয়েছে রবার্তো মানচিনির দল এদিকে আজ সন্ধ্যায় সুইজারল্যান্ডের সঙ্গে - গোলে ড্র করে ওয়েলস

রোমের অলিম্পিক স্টেডিয়ামেগ্রুপের ম্যাচে ইউরোপিয়ান ফুটবলের পরাশক্তি ইতালির সঙ্গে প্রথমার্ধ গোলশূন্য রাখার কৃতিত্ব দেখায় তুরস্ক প্রথমার্ধে কর্তৃত্ব করেও গোল আদায় করে নিতে পারেনি আজ্জুরিরা কর্নার থেকে হেড করে গোলের সম্ভাবনা জাগিয়েছিলেন গিওর্গিও কিয়েল্লিনি, যদিও দুর্দান্তভাবে তা সেভ করেন তুর্কি গোলকিপার উগুরকান কাকির ৫৩ মিনিটে মেরিহ ডেমিরালের আত্মঘাতী গোলে অপ্রত্যাশিতভাবেই লিড পেয়ে যায় ইতালি এরপর ৬৬ মিনিটে সাইরো ইম্মোবিলে ৭৯ মিনিটে লরেঞ্জো ইনসিনিয়ের গোলে জয় সুনিশ্চিত হয়ে যায় আজ্জুরিদের

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের ইতিহাসে এই প্রথম তিন গোল করল ইতালি সেসঙ্গে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে টানা ২৮ ম্যাচে অপরাজিত তারা

আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে কর্তৃত্ব করেও জিততে পারল না সুইজারল্যান্ড প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করা সুইসরা ৪৯ মিনিটে লিড নেয় ব্রিল এমবোলোর গোলে জেরদান শাকিরির কর্নারে মাথা ছুঁয়ে গোলটি করেন তিনি যদিও ৭৪ মিনিটে কিয়েফার মুর গোল করে সুইসদের হতাশ করার পাশাপাশি ওয়েলসকে এনে দেন মূল্যবান এক পয়েন্ট  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন