কবরস্থানে সাইনবোর্ড টাঙাতে গিয়ে চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষ: গুলিবিদ্ধ ৪

বণিক বার্তা অনলাইন

চট্টগ্রামে একটি কবরস্থানে সাইনবোর্ড টাঙানো কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ হয়।

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বাকলিয়া আবদুল লতিফ হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় বড় মৌলভী কবরস্থানে নতুন সাইনবোর্ড টাঙানো নিয়ে বড় মৌলভী বাড়ির লোকজন ও স্থানীয় ইয়াকুব আলীর লোকজন সংঘর্ষে জড়া একপর্যায়ে গোলাগুলিতে চার ব্যক্তি গুলিবিদ্ধ হন।

চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, দুপুর ১২টার দিকে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। গুলিবিদ্ধ ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, বড় মৌলভী কবরস্থানে নতুন সাইনবোর্ড টাঙানো কেন্দ্র করে স্থানীয় বড় মৌলভী বাড়ির এবং ইয়াকুব আলীর লোকজনের সংঘর্ষ হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন