যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত ‘মুসলিম’ ফেডারেল বিচারক নিয়োগ

বণিক বার্তা অনলাইন

জাহিদ কুরাইশি নামের এক মুসলিমকে ফেডারেল বিচারক হিসেবে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। বৃহস্পতিবার দেয়া এই অনুমোদনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম ফেডারেল বিচারক হতে যাচ্ছেন কুরাইশি। খবর রয়টার্স।

ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে ৮১-১৬ ভোটে কুরাইশি বিজয়ী হন। ৪৬ বছর বয়সী জাহিদ কুরাইশির বাবা ছিলেন পাকিস্তানি অভিবাসী এবং যুক্তরাষ্ট্রের সাবেক ফেডারেল ও সামরিক প্রসিকিউটর।

সিনেটের সংখ্যাগরিষ্ঠদের নেতা নিউইয়র্কের চাক শুমার সিনেটের অধিবেশনে বলেন, যুক্তরাষ্ট্রে তৃতীয় বৃহত্তম ধর্ম ইসলাম, তবে এখন পর্যন্ত কোনো মুসলিম ফেডারেল বেঞ্চের দায়িত্ব পালন করেননি।

তবে তাৎক্ষণিকভাবে এব্যাপারে কুরাইশির কোনো মন্তব্য নেয়া সম্ভব হয়নি। ২০১৯ সালে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের আগে কুরাইশি নিউ জার্সির আইন বিষয়ক একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।

এর আগে তিনি যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সহকারী প্রধান পরামর্শক এবং যুক্তরাষ্ট্রের সেনা প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছেন। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন