করোনা সংক্রমণে ঊর্ধ্বগতি

টালমাটাল রাজশাহী ও খুলনা

বণিক বার্তা প্রতিনিধি, রাজশাহী ও খুলনা

ঈদের পর থেকেই করোনা সংক্রমণের শীর্ষে ছিল চাঁপাইনবাবগঞ্জ বিভাগে করোনার হটস্পট হয়ে উঠেছিল পশ্চিমের জেলা কিন্তু গত কয়েক দিনে রাজশাহীতে বেড়েছে দৈনিক করোনার সংক্রমণ কেবল সংক্রমণই নয়, দৈনিক করোনায় মৃত্যুতে বিভাগে সবার ওপরে উঠে এসেছে বিভাগীয় শহর রাজশাহীর পাশাপাশি খুলনা বিভাগেও করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় জনসাধারণ প্রশাসনে এখন গভীর উদ্বেগ উত্কণ্ঠা

রাজশাহী: করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউন শেষে সীমন্তবর্তী চাঁপাইনবাবগঞ্জে এখন চলছে বিশেষ বিধিনিষেধ কিন্তু আম বাণিজ্যের কারণেই কঠোর লকডাউনে যেতে পারেনি রাজশাহীর জেলা প্রশাসন তবে দফায় দফায় বাড়ানো হয়েছে বিধিনিষেধ

কিন্তু এর সুফল মেলেনি সংক্রমণের গতি ওপরের দিকে গত একদিনে বিভাগে সর্বোচ্চ ৩৫৩ জনের করোনা ধরা পড়েছে রাজশাহীতে এদিন চাঁপাইনবাবগঞ্জে করোনা ধরা পড়েছে ১৫৮ জনের

এর আগে জুন ৩৫ জন, জুন ২৯৯, জুন ২৭০, জুন ২২২, জুন ২৮৮, জুন ৩৭২, জুন ৩৭৮, জুন ৪২৭, জুন ৩৮২ এবং ৩১ মে ৩০০ জনের করোনা ধরা পড়েছে রাজশাহীতেই 

বুধবার ( জুন) সকাল ৯টা থেকে গতকাল সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ১২ জন মারা গেছেন তাদের মধ্যে নয়জন রাজশাহীর, অন্য তিনজন চাঁপাইনবাবগঞ্জ জেলার

এছাড়া গতকাল সকাল ৯টা পর্যন্ত ২৭১ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৯০ জন এর মধ্যে আইসিইউতে ভর্তি ১৮ জন রাজশাহীর ১৪২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১১, নওগাঁর ১৫, নাটোরের ১৫, পাবনার তিন, কুষ্টিয়ার তিন চুয়াডাঙ্গার একজন

রাজশাহীজুড়ে করোনা সংক্রমণ বাড়ায় উদ্বেগ জানিয়েছেন জনস্বাস্থ্যবিদ ডা. চিন্ময় কান্তি তিনি বলেন, শুধু মৃত্যুই নয়, আক্রান্তের হারও যথেষ্ট ভয় শঙ্কার র্যাপিড অ্যান্টিজেন, আরটিপিসিআর, জিনএক্সপার্ট মিলিয়ে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী মহামারীর প্রবণতাকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে চিত্র বেশ খারাপ

তিনি জানান, অনেক সময় অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ হলেও আরটিপিসিআরে পজিটিভ আসে স্বাস্থ্যবিজ্ঞানের মতে হিসাব করলে প্রকৃত চিত্র আরো বেশি যেসব এলাকায় ভিড় বেশি, সে এলাকাতে সংক্রমণের হারও বেশি এবং চিত্র প্রমাণ করে, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সামাজিক সংক্রমণ চলছে

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে আজ বিকাল ৫টা থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত চলবে লকডাউন গতকাল জেলা সার্কিট হাউজে রাত ৯টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত এক জরুরি সভা শেষে সাংবাদিকদের সিদ্ধান্তের কথা জানান বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর

এদিকে আজ সকাল থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহীগামী সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে লকডাউন ঘোষণা করা হয়েছে সিদ্ধান্তের ধারাবাহিকতায় রাজশাহীগামী সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে, যা কার্যকর হবে শুক্রবার (আজ) সকাল থেকে

খুলনা: বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী প্রতিদিনই বাড়ছে শনাক্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে সময় শনাক্ত হয়েছে ৫৭৮ জনের, যা সংক্রমণের শুরু থেকে পর্যন্ত বিভাগে সর্বোচ্চ গতকাল দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা তথ্য জানান তিনি বলেন, নিয়ে খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে মৃত্যু হয়েছে ৬৯৫ জনের

এদিকে শয্যা খালি না থাকায় নতুন রোগী ভর্তি স্থগিত রেখেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট কর্তৃপক্ষ ইউনিটে মোট বেডের সংখ্যা ১০০টি বর্তমানে রোগী ভর্তি আছেন ১৩০ জন

তবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা জানিয়েছেন, নতুন কভিড-১৯ মোকাবেলায় বিভাগে যথেষ্ট চিকিৎসা সুবিধা রয়েছে বিভাগটিতে মোট ৪৯টি আইসিইউ শয্যা ৩০৪টি উচ্চ প্রবাহের ন্যাজাল ক্যানুলা রয়েছে

গতকাল দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার করোনা ইউনিটের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এখানে ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি রয়েছে শয্যার অতিরিক্ত রোগী থাকায় শয্যা খালি না হওয়া পর্যন্ত রোগী ভর্তি স্থগিত করেছে কর্তৃপক্ষ শয্যা খালি সাপেক্ষে রোগী ভর্তি নেয়া হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন