নাটোর সদর হাসপাতাল

৩০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন আইসিটি প্রতিমন্ত্রী

বণিক বার্তা প্রতিনিধি, নাটোর

সম্প্রতি নাটোর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় যুক্ত ছিলেন জেলার চার সংসদ সদস্যই সভায় সদর হাসপাতালের অক্সিজেন পরিস্থিতির চিত্র তুলে ধরেন সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার তখন নিজস্ব অর্থায়নে ৩০টি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করে দেয়ার প্রতিশ্রুতি দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি তিনি কথা রেখেছেন প্রতিশ্রুতি অনুযায়ী করোনা রোগীদের জন্য গতকাল দুপুরেই পৌঁছে যায় ৩০টি অক্সিজেন সিলিন্ডার

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের অক্সিজেন সিলিন্ডারগুলো গ্রহণ করেন সময় সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার, হাসপাতালের আরএমও ডা. মনজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, কভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবার সুবিধার্থে দশমিক ক্যাপাসিটির ২০টি এবং দশমিক ক্যাপাসিটির ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এতে হাসপাতালে করোনা ওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার সংকট কিছুটা লাগব হবে

উল্লেখ্য, বর্তমানে নাটোর সদর হাসপাতালে ৩১ শষ্যার বিপরীতে করোনা রোগী ভর্তি রয়েছেন ৪১ জন প্রতিদিনই করোনা ওয়ার্ডে বাড়ছে রোগীর সংখ্যা এতে অক্সিজেন সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন