বিসিআইয়ের প্রতিক্রিয়া

বাজেট বাস্তবায়নে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে সরকার

নিজস্ব প্রতিবেদক

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) প্রস্তাবিত বাজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল এমন মন্তব্য করে সংগঠনটি রাজধানীর মতিঝিলে বিসিআইসি ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়

সংবাদ সম্মেলনে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, করোনাকালে দেশে বিনিয়োগ আগের তুলনায় কমবে এরই মধ্যে লাখ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে সময়ে এমন উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে ঘোষিত বাজেট আশাব্যঞ্জক তবে বাস্তবায়নে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সরকারকে

করজাল বৃদ্ধির জন্য উপজেলা পর্যায়ে কর অফিস স্থাপনের প্রস্তাবকে স্বাগত জানিয়ে আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা সংশোধিত বাজেটের তুলনায় ১০ দশমিক ৬৫ শতাংশ বেশি এর মধ্যে জাতীয় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে লাখ ৩০ হাজার কোটি টাকাযা বিগত বছরের সংশোধিত বাজেটের তুলনায় দশমিক ৬৩ শতাংশ বেশি বর্তমান পরিস্থিতিতে বিশাল লক্ষ্যমাত্রা অর্জন অনেকটা চ্যালেঞ্জিং হওয়ায় আমরা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের সঠিক দিকনির্দেশনা প্রদানের অনুরোধ করছি

বাজেটে করপোরেট কর দশমিক শতাংশ কমানোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বিসিআই তবে সংবাদ সম্মেলনে সংগঠনটি কমানোর ধারাবাহিকতা ন্যূনতম আগামী তিন বাজেটে অব্যাহত রাখার সুপারিশ করেছে কোটি টাকার টার্নওভারে ন্যূনতম করহার শূন্য দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ২৫ শতাংশ করায় ধন্যবাদ জ্ঞাপন করে তারা তবে টার্নওভারের ন্যূনতম হার কোটিতে উন্নীত করার প্রস্তাব দিয়েছে বিসিআই

প্রস্তাবিত বাাজটে শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) ব্যবসায়িক খরচ বাড়িয়ে দিচ্ছে বলে জানায় বিসিআই সংগঠনটি বলছে, আমরা অগ্রিম আয়কর বিলুপ্তির জন্য প্রস্তাব করেছিলাম কিন্তু বিষয়ে বাজেটে কোনো প্রতিফলন দেখা যায়নি অথচ বাজেটে ২০ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ আয়কর আরোপ করা হয়েছে অগ্রিম আয়কর যথাযথ সময়ে সমন্বয় না হওয়ায় পরিচালনা ব্যয় বৃদ্ধি পায়

সংবাদ সম্মেলনে বিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি প্রীতি চক্রবর্তীসহসভাপতি শহীদুল ইসলাম নিরুসহ বিসিআইয়ের পরিচালকরা উপস্থিত ছিলেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন