৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে এনআরবিসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের মার্চে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ৫০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করবে বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল আনসিকিউরড কুপন বন্ড, যা ব্যাসেল--এর শর্তানুসারে ব্যাংকটির টায়ার--এর মূলধন হিসেবে বিবেচিত হবে গতকাল বিকালে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পর্ষদ

সিদ্ধান্ত অনুসারে, ব্যাংকের উত্তরোত্তর প্রবৃদ্ধি, বর্তমান মাইক্রোক্রেডিট কর্মসূচি এবং সারা দেশে ক্রেডিট কার্যক্রম অব্যাহত রাখার উদ্দেশ্যে বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়েছে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন বিধিবিধান পরিপালন সাপেক্ষে বন্ড ইস্যু করা হবে

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে এনআরবিসির পরিচালনা পর্ষদ এর মধ্যে দশমিক ৫০ শতাংশ নগদ শতাংশ বোনাস লভ্যাংশ আগামী ২৬ জুন দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে -সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ মে

সমাপ্ত হিসাব বছরে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে টাকা ৩৭ পয়সা আগের হিসাব বছরে একই সময় ইপিএস ছিল টাকা ৯৮ পয়সা হিসাবে সদ্যসমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস বেড়েছে ৩৯ পয়সা বা ১৯ দশমিক ৬৯ শতাংশ আর এককভাবে ব্যাংকটির ইপিএস হয়েছে টাকা ৩১ পয়সা, যা আগের বছর একই সময় ছিল টাকা ৯৭ পয়সা ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৭১ পয়সা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন