চলতি বছর রেকর্ড এলএনজি রফতানির আশা যুক্তরাষ্ট্রের

বণিক বার্তা ডেস্ক

চলতি বছর যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি বাড়তে পারে, যা ২০২২ সালে দেশটির এলএনজি রফতানি কমার আগে সবচেয়ে বেশি এলএনজি রফতানির সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করবে মঙ্গলবার নিজেদের স্বল্পমেয়াদি জ্বালানি কাঠামো পরিসংখ্যানে এমন তথ্য প্রকাশ করে মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) খবর রয়টার্স

ইআইএর পূর্বাভাস অনুযায়ী চলতি বছর যুক্তরাষ্ট্রের এলএনজি রফতানি প্রতিদিন ৯৩৮ কোটি ঘনফুট অতিক্রম করবে এর আগে গত বছর দেশটির এলএনজি রফতানির পরিমাণ ছিল প্রতিদিন ৬৫৩ কোটি ঘনফুট সংস্থাটি আরো জানায়, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে এলএনজি রফতানির পরিমাণ প্রতিদিন ৯২২ কোটি ঘনফুটে নেমে আসবে, যা চলতি বছরের তুলনায় ১৬ কোটি ঘনফুট কম

ইআইএর পূর্বাভাস বাস্তবে পরিণত হলে ২০১৩ সালের পর ২০২২ সাল হবে সর্বপ্রথম মার্কিন এলএনজি রফতানির জন্য নিম্নমুখী সময় আলাস্কায় যুক্তরাষ্ট্রের একমাত্র এলএনজি রফতানি টার্মিনাল অবস্থিত এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র যে পরিমাণ এলএনজি রফতানি করে, তার চেয়ে বেশি পরিমাণ আমদানি করে

তবে ইআইএর মতো আর কোনো বিশ্লেষক আগামী বছর যুক্তরাষ্ট্রের এলএনজি রফতানি কমার মতো কোনো সম্ভাবনা দেখছেন না বিশেষ করে যখন চলতি বছরের শেষে লুইজিয়ানায় অবস্থিত সাবাইন ক্যালাসেসিউ পাসে নতুন করে এলএনজি উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন