বেনাপোল স্থলবন্দর

দুই মাস পর ভারত থেকে ফের পেঁয়াজ আমদানি শুরু

বণিক বার্তা প্রতিনিধি, যশোর

দুই মাস পর আবারো বেনাপোল স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি কার্যক্রম বুধবার বিকালে ঢাকার আমদানিকারক জুবায়ের ইন্টারন্যাশনাল ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ২৯ টন পেঁয়াজ আমদানি করেছে এর আগে উৎপাদন সংকট দেখিয়ে দেশের বাইরে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার এতে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের সংকট দেখা দেয় দেশের বাজারে ভারতীয় এমন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হন আমদানিকারকরা কয়েকশ কোটি টাকার এলসি খোলা থাকলেও নিষেধাজ্ঞার কারণে কেনা পেঁয়াজ ভারতে আটকে থাকায় সময়মতো আমদানি করা সম্ভব হয়ে ওঠেনি

বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বুধবার বিকালে ভারত থেকে ২৯ টন পেঁয়াজ আমদানি হয়েছে পণ্য ছাড় করাতে ব্যবসায়ীদের আমদানি মূল্যের ওপর শতাংশ হারে শুল্ক পরিশোধ করতে হচ্ছে

এদিকে কাস্টমস বন্দরের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে আমদানিকারক প্রতিষ্ঠানকে সহযোগিতা করছে ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট সেজুতি এন্টারপ্রাইজ

বেনাপোল বন্দরের আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, পেঁয়াজ আমদানির খবরে স্থানীয় বাজারে পেঁয়াজের দর কেজিপ্রতি ১০ টাকা কমেছে তিনদিন আগে বাজারে প্রতি কেজি পেঁয়াজের মূল্য ছিল ৫৫-৬০ টাকা

তিনি আরো জানান, যখন ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হয় তখন সুবিধাভোগী ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্যদের কারসাজিতে পেঁয়াজের মূল্য আকাশছোঁয়া বেড়ে যায় এতে সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনতে বেকায়দায় পড়ে এক্ষেত্রে সরকারের উচিত দেশে আমদানিকারকদের তালিকা এবং তারা কী পরিমাণ পেঁয়াজ আমদানি বিক্রি করছেন তা তদারক করা যথাযথ সরকারি তদারকির ফলে সিন্ডিকেটের দৌরাত্ম্য কিছুটা হলেও কমে আসবে বলে মত প্রকাশ করেন তিনি

দেশে আমদানীকৃত পেঁয়াজের বেশির ভাগ আমদানি করে খুলনার হামিদ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটির প্রতিনিধি জনি ইসলাম জানান, আমদানীকৃত ভারতীয় পেঁয়াজ তারা স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি ৩৫-৩৬ টাকায় বিক্রি করছেন আর খুচরা বাজারে পেঁয়াজ প্রতি কেজি ৩৮-৪০ টাকায় বিক্রি হচ্ছে

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ব্যবসায়ীরা যাতে আমদানি করা পেঁয়াজ দ্রুত খালাস করতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন