শতাধিক বোয়িং ৭৩৭ ম্যাক্স কিনছে ইউনাইটেড এয়ারলাইনস

বণিক বার্তা ডেস্ক

বৃহৎ সংকীর্ণ বডির উড়োজাহাজ কিনবে মার্কিন উড়োজাহাজ পরিবহন প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারলাইনস বিস্তৃত বহর পুনরুদ্ধারে প্রতিষ্ঠানটি বোয়িংয়ের সঙ্গে শেষ পর্যায়ের আলোচনা করছে চুক্তির মধ্যে কমপক্ষে ১০০টি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে আলোচনার সঙ্গে যুক্ত একটি সূত্র খবর ব্লুমবার্গ

কভিড-১৯ জনিত বিধিনিষেধ শিথিল হওয়ায় যুক্তরাষ্ট্রে ভ্রমণের চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে কভিড টিকাদান কার্যক্রম বিস্তৃতির সঙ্গে আগামীতে চাহিদা আরো বাড়বে এমন পরিস্থিতিকে বহর বিস্তৃত করার সুযোগ হিসেবে দেখছে ইউনাইটেড এজন্য সংস্থাটি বোয়িং এয়ারবাসের নতুন এবং জ্বালানিসাশ্রয়ী মডেলের উড়োজাহাজ খুঁজছে এক্ষেত্রে বোয়িংয়ের অর্ডারে ১৫০টি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানিয়েছে সূত্রটি

মারাত্মক দুটি দুর্ঘটনার পর বিশ্বজুড়ে ম্যাক্সের উড়োজাহাজগুলো গ্রাউন্ডেড ছিল দুই বছর ধরে গ্রাউন্ডেড থাকার পর গত বছরের শেষ দিকে উড়োজাহাজ ফ্লাইট পরিচালনার অনুমোদন পেতে শুরু করে তবে চীনসহ এখনো কয়েকটি দেশে নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে পাশাপাশি কভিড-১৯ মহামারীতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় বোয়িং ব্যাপক লোকসানের মুখোমুখি হয় এজন্য চুক্তি মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের ব্যবসা পুনরুদ্ধারে ব্যাপকভাবে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে

সূত্রটি জানিয়েছে, ম্যাক্সের অর্ডার পেতে বোয়িং কিছু গ্রাহককে বিপুল পরিমাণ ছাড়ের প্রস্তাব দিয়েছে এক্ষেত্রে আগাম পেমেন্ট হ্রাসসহ আরো কিছু বিষয়ে ছাড় দিচ্ছে সংস্থাটি এটা মহামারী শেষে স্বাভাবিক পরিস্থিতিতে না- পাওয়া যেতে পারে

বিষয়টি নিয়ে ইউনাইটেডের মুখপাত্র লিসলি স্কট বলেন, নতুন উড়োজাহাজ কেনার জন্য বর্তমানে বোয়িং কিংবা এয়ারবাসের সঙ্গে আমাদের কোনো চুক্তি হয়নি অনুমাননির্ভর উড়োজাহাজ অর্ডারের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না ইউনাইটেড এয়ারলাইনস মহামারীজনিত সংকট মোকাবেলা থেকে সরে এখন উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনার দিকে মনোনিবেশ করছে বিষয়ে বোয়িংয়ের এক মুখপাত্র বলেন, আমরা গ্রাহকদের সঙ্গে আলোচনার বিষয়ে কোনো মন্তব্য করি না

চুক্তি গত মার্চে ঘোষণা দেয়া ২৫টি ম্যাক্স একক-আইল জেট অর্ডারকেও যুক্ত করবে এটা ইউনাইটেডের পুরনো একক-আইল বোয়িং ৭৫৭ মডেলের উড়োজাহাজগুলোকে অবসরে পাঠাতে সহায়তা করতে পারে এর মধ্যে অনেকগুলো ১৯৯০-এর দশকে কেনা এবং নতুন প্রজন্মের চেয়ে এগুলো বেশি জ্বালানি ব্যয় করে বর্তমানে ইউনাইটেডের হাতে ৭২টি ৭৫৭ মডেলের উড়োজাহাজ রয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন