চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণ

ফিচার প্রতিবেদক

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত মারা গেছেন বৃহস্পতিবার ভোর ৬টায় দক্ষিণ কলকাতার নিজের বাসায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা তার বয়স হয়েছিল ৭৭ বছর

কয়েক বছর ধরে তিনি কিডনির জটিলতায় ভুগছিলেন নিয়মিত ডায়ালাইসিস চলছিল তার পাশাপাশি তার বার্ধক্যজনিত নানা জটিলতা ছিল

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে তার স্ত্রী সোহিনী দাশগুপ্ত ঘুম থেকে ডেকে তুলতে গিয়ে তার সাড়া না পেয়ে চিকিৎসককে ফোন করেন চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন

১৯৬৪ সালে একটি তথ্যচিত্র নির্মাণের মধ্য দিয়ে পরিচানায় যাত্রা করেন বুদ্ধদেব দূরত্ব, নিম অন্নপূর্ণা, গৃহযুদ্ধ, মন্দ মেয়ের উপাখ্যান, স্বপ্নের দিন, উড়ো জাহাজের মতো ছবি নির্মাণ করে দর্শকদের কাছে প্রশংসিত হয়েছেন

বাঘ বাহাদুর, চরাচর, লাল দরজা, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ ছবির জন্য ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি

নির্মাণের পাশাপাশি সাহিত্যজগতেও তার পদচারণা ছিল কফিন কিম্বা সুটকেস, হিমজগ, ছাতা কাহিনী, রোবটের গান, শ্রেষ্ঠ কবিতা, ভোম্বোলের আশ্চর্য কাহিনী অন্যান্য কবিতাসহ বেশ কয়েকটি কবিতার বই লিখেছেন বুদ্ধদেব দাশগুপ্ত

১৯৪৪ সালের ১১ ফেব্রুয়ারি পুরুলিয়ার আনাড়ায় জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত তার বাবা রেলে চাকরি করতেন তিনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন স্কটিশ চার্চ কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবেই কর্মজীবন শুরু করেছিলেন

তার প্রয়াণে চলচ্চিত্রজগতে শোকের ছায়া নেমে এসেছে পরিচালক তরুণ মজুমদার বলেন, খুবই বড় ক্ষতি আমি হতবাক পরিচালক গৌতম ঘোষ বলেন, এই ভয়ংকর সময় খবরটা আরো মর্মান্তিক শরীর খারাপ ছিল তবে কবিতা লিখছিলেন ফোনে কথা বলছিলেন একসঙ্গে স্বপ্ন দেখছিলাম তার চলচ্চিত্র যাতে সংরক্ষিত হয়, সেই আর্জি জানাব

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন