নাভালনির দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়ান আদালত

বণিক বার্তা অনলাইন

সরকারের সমালোচনা করায় রাশিয়ার কারাবন্দী নেতা আলেক্সি নাভালনির সঙ্গে যুক্ত রাজনৈতিক সংগঠনগুলোকে নিষিদ্ধ করেছে মস্কোর আদালত। একইসঙ্গে আদালতে চরমপন্থীহিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে সংগঠনগুলোকে। খবর বিবিসি।

আদালতের রায়ে বলা হয়েছে,র পরেও সংগঠনের কর্মীরা কার্যক্রম চালাতে গেলে কারাবাসের ঝুঁকিতে পড়বেন এমনকি প্রকাশ্যে নাভানলির রাজনৈতিক নেটওয়ার্ককে সমর্থন করলে সরকারি অফিস থেকে নিষিদ্ধ হতে পারেন

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নাভানলি লিখেছেন, এ কাজ থেকে পিছু হটবেন না তিনিপ্রয়োজনে সমর্থকদের বর্তমান কর্মপন্থা পরিবর্তন করারও পরামর্শ দেন তিনি

অর্থ আত্মসাতের মামলায় প্যারোলে মুক্তি পাওয়ার পর শর্ত ভঙ্গের অভিযোগ বর্তমানে কারাগারে রয়েছেন নাভালনি। আদালতের ঘোষণাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

আগামী সেপ্টেম্বরে রাশিয়ার সংসদ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছেসম্প্রতি মতামত জরিপে দেখা গেছে, ক্ষমতাসীন দল নির্বাচনে সমর্থন হারাচ্ছে । এসব কারণে নাভানলির সমর্থকরা নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা করছিলো। এজন্য সংগঠনটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে

প্রসিকিউটরদের মুখপাত্র অ্যালেক্সি জাফারভ বলেছেন, নাভালনির সংগঠন বিদ্বেষপূর্ণ তথ্য এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচার ছড়াতো। শুধু তা-ই নয়, তারা চরমপন্থী কর্মকাণ্ড পরিচালনা করতো।

আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন নাভালনির আইনজীবীরা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন