মুম্বাইয়ে ভবন ধ্বসে ১১ জনের মৃত্যু

বণিক বার্তা অনলাইন

ভারতের মুম্বাইয়ে দোতলা একটি ভবন বস্তির ওপর ধ্বসে পড়ে আট শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত আরো সাতজন। বুধবার দিবাগত রাতে মুম্বাইয়ের মালাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

সংশ্লিষ্টরা বলছেন, ধ্বংসাবশেষে আটকে পড়া অনেকেই মৃত্যুর শঙ্কায় রয়েছেন এবং উদ্ধার কাজ এখনো চলমান। তারা বলছেন, মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন-বিএমসি আহতদের উদ্ধারে কাজ করছে।

স্থানীয় লোকজন সরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে আহতদের উদ্ধারে সহায়তা করছে। আহতদের শহরের কান্দিবালী হাসপাতালে পাঠানো হচ্ছে। 

হাসপাতালটির একজন চিকিৎসক বলেন, সর্বমোট ১৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়, তাদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে।

বিএমসির দুর্যোগ ব্যবস্থাপনা সেলের তথ্য অনুযায়ী, বুধবার রাত ১১টা ১০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে।

ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র রাম কদম বলেন, অবহেলার কারণেই এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

স্থানীয় পুলিশ এবং ফায়ার ব্রিগেড কর্মকর্তারা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তবে, এ ঘটনায় মৃত্যুর সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছেন তারা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন