সাতক্ষীরায় লকডাউনেও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি

বণিক বার্তা প্রতিনিধি, সাতক্ষীরা

উপকূলীয় সীমান্ত জেলা সাতক্ষীরায় লকডাউনের পঞ্চম দিনেও করোনাভাইরাস সংক্রমণের হার সর্বোচ্চ ঊর্ধ্বগতি হয়েছে সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘণ্টায় ১৮২ জনের শরীরে নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে পরীক্ষা বিবেচনায় হার ৫৯ দশমিক ৩৪ শতাংশ

জেলায় একদিনে এটি করোনা সংক্রমণের সর্বোচ্চ হার গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরো চারজন মারা গেছেন মৃতরা হলেন শ্যামনগর উপজেলার নৈকাটি গ্রামের কালাচাঁদের ছেলে সামাদ শেখ (৫৫), সাতক্ষীরা সদরের রাজারবাগ এলাকার নজিব আলী মিস্ত্রি (৭০), আখড়াখোলা গ্রামের মিজানুর রহমান (৫০) শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের তলেন বক্স (৮০)

জেলায় নিয়ে গতকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন হাজার ৯৭ জন কভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ জন উপসর্গে মারা গেছেন ২৩৬ জন

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জানান, গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে দিন দিন করোনার ঊর্ধ্বগতি হচ্ছে সাতক্ষীরায় গত শনিবার থেকে জেলাব্যাপী কঠোর লকডাউন চলছে লকডাউনের ফলে করোনা পরিস্থিতি কমছে কিনা সেটি জানা যাবে ১৪ দিন পর

অন্যদিকে, এমন পরিস্থিতিতে করোনার লাগাম টানতে প্রশাসনকে কিছুটা কঠোর হতে দেখা গেছে মোড়ে মোড়ে চলছে তল্লাশি শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশি চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে ভোমরা স্থলবন্দরেও সীমিত পরিসরে চলছে আমদানি-রফতানি কার্যক্রম তবে ভারতীয় চালক হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন, সেজন্য পুলিশ বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে এছাড়া লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন