ওয়্যারলেস ইয়ারফোন

সনির চমক ডব্লিউএফ ১০০০এক্সএমফোর

ডব্লিউএফ-১০০০এক্সএমফোর নামে বাজারে নতুন ওয়্যারলেস ইয়ারফোন নিয়ে এসেছে সনি এখন পর্যন্ত এটিই সনির সর্বাধুনিক ইয়ারবাডস বাজারে থাকা অ্যাপলের এয়ারপডস প্রো এবং স্যামসাং গ্যালাক্সি বাডস প্রোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ডিভাইস, এমনটাই আশা করছে প্রযুক্তিবিদরা এটি বিশ্বের প্রথম ওয়্যারলেস ইয়ারফোন, যেটিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন এলডিএসি ব্লুটুথ কোডেক ফিচার রয়েছে এবং অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন এবং কেসের জন্য কিউআই ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে

অন্যান্য প্রিমিয়াম ওয়্যারলেস ইয়ারফোনের মতো সনি ডব্লিউএফ-১০০০এক্সএমফোরের অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) প্রযুক্তিকে এক্সএমথ্রি জেনারেশনের তুলনায় ৪০ শতাংশ বেশি কার্যকর বলে দাবি করছেন সংশ্লিষ্টরা এছাড়াও এতে সনির ভিওয়ান প্রসেসিং চিপ ব্যবহার করা হয়েছে যেটি অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের পাশাপাশি ভালো শব্দ উৎপাদন এবং ব্লুটুথ কানেক্টিভিটির ক্ষেত্রে সাহায্য করে ইয়ারবাডসগুলো ডব্লিউএফ-১০০০এক্সএমথ্রির তুলনায় আকৃতিতে ছোট সম্পূর্ণ নতুন ডিজাইনের ইয়ারবাডস ব্যবহারে কোনো সমস্যার সৃষ্টি হবে না এবং এর ব্যাটারি লাইফেও কোনো প্রভাব পড়বে না

এলডিএসি ব্লুটুথ কোডেক প্রযুক্তি থাকায় ইয়ারবাডস আরো বেশি ডাটা আদান-প্রদানের পাশাপাশি ভালো মানের শব্দ উৎপাদনে সাহায্য করবে প্রযুক্তি বাজারে প্রচলিত এসবিসি, এএসি এবং কোয়ালকমের অ্যাপ্টএক্স কোডেকের তুলনায় ভালো এছাড়াও ইয়ারবাডসে সনির ডিএসইই এক্সট্রিম অডিও আপস্কেলিং এবং ৩৬০ রিয়েলিটি অডিও প্রযুক্তিও রয়েছে

সনি ডব্লিউএফ-১০০০এক্সএমফোর ইয়ারবাডসে যে ব্যাটারি প্রদান করা হয়েছে সেটি এক চার্জে ২৪ ঘণ্টা পর্যন্ত চলবে এক্ষেত্রে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশনসহ (এএনসি) ইয়ারবাডে ঘণ্টা এবং কেসে ১৬ ঘণ্টা ব্যাকআপ থাকবে পানি ধুলোবালি প্রতিরোধে এতে আইপিএক্সফোর ওয়াটার রেজিস্ট্যান্স কোটিং রয়েছে এছাড়াও এতে সনির স্পিক টু চ্যাট ফিচার সুবিধাও রয়েছে এর আগে সনি ডব্লিউএইচ-১০০০এক্সএমফোর ওয়্যারলেস হেডফোনে ফিচার প্রদান করা হয়েছিল

 

গ্যাজেটস ৩৬০ ডিগ্রি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন