ইউরোপের ফাইভজি বাজার ধরার পরিকল্পনা স্যামসাংয়ের

বণিক বার্তা ডেস্ক

ফাইভজি প্রযুক্তির ব্যবহার বিস্তৃতির কারণে নেটওয়ার্কিং যন্ত্রাংশের বাজার বাড়াতে ইউরোপে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস সম্প্রতি দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির এক মুখপাত্র তথ্য নিশ্চিত করেছেন খাতে শীর্ষে থাকা হুয়াওয়ে চীনের অভ্যন্তরীণ বাজার নিয়ে কাজ করার কারণেই ইউরোপে স্যামসাংয়ের সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা খবর রয়টার্স

বাজার গবেষণাপ্রতিষ্ঠান ডেলওরো গ্রুপের সাম্প্রতিক জরিপের তথ্যানুযায়ী, মেমোরি চিপ স্মার্টফোন উৎপাদনের দিক থেকে স্যামসাং বিশ্বের এক নম্বর প্রতিষ্ঠান হলেও ফাইভজি প্রযুক্তির ব্যবহার যন্ত্রাংশ উৎপাদনের দিক থেকে মাত্র ১০-১৫ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে প্রতিষ্ঠান হুয়াওয়ে, এরিকসন, নকিয়া জেডটিই যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্থ অবস্থানে রয়েছে

এক সাক্ষাত্কারে স্যামসাংয়ের নেটওয়ার্ক বিজনেস বিভাগের নির্বাহী সহসভাপতি উজুনে কিম বলেন, গত মার্চে জাপানের এনটিটি ডকোমো এবং সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ভেরাইজন টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে ৬৬০ কোটি ডলারের চুক্তির ফলে খাতে স্যামসাং ইতিবাচক প্রভাব বিস্তার করেছে

বর্তমানে স্যামসাং চেক রিপাবলিকের ডয়েচে টেলিকম, পোল্যান্ডের প্লে কমিউনিকেশনস ইউরোপের অন্যান্য বৃহৎ টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের সঙ্গে ফাইভজি প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার নিয়ে কাজ করছে

ইউরোপের পাশাপাশি স্যামসাং ভারত, অস্ট্রেলিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলের নিজেদের ব্যবসা বাজার বিস্তার নিয়েও কাজ করছে বলে জানান উজুনে কিম বর্তমানে স্যামসাংয়ের নেটওয়ার্কিং সরঞ্জামের ব্যবসা খুবই ছোট ২০২০ সালে খাতে স্যামসাংয়ের আয় হয়েছে ২১ হাজার ২৫০ কোটি ডলার

স্যামসাং জানায়, ২০১৯ সালে বিশ্বের বিভিন্ন দেশে ফাইভজি প্রযুক্তির বিস্তার শুরু হয় এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটি এসব দেশে ফাইভজি প্রযুক্তি ব্যবহারে যন্ত্রাংশ এবং ব্যবস্থাপনার চাহিদা ৩৫ শতাংশ বাড়িয়েছে

ফাইভজি প্রযুক্তি বিকাশের পাশাপাশি হুয়াওয়েকে ফাইভজি প্রযুক্তি নিয়ে কাজ করা থেকে বিরত রাখার জন্য সহযোগী দেশগুলোকে চাপ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র কারণে হুয়াওয়ের প্রতিদ্বন্দ্বীরা ফাইভজি প্রযুক্তির বাজারে নিজেদের মার্কেট শেয়ার বাড়ানোর সুযোগ পায়

স্যামসাং জানায়, ফাইভজির বিস্তৃতিতে ভেরাইজনও তাদের প্রযুক্তি গ্রহণ করেছে সেই সঙ্গে দক্ষিণ কোরিয়ার অধিবাসীরা -কমার্স এবং খাবার ডেলিভারির ক্ষেত্রে অনলাইন সেবা গ্রহণ করছে সেবা গ্রহণের পরিমাণ দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি এবং সেখানে একটি নতুন মাইলফলকের সৃষ্টি করেছে

কিম জানান, নেটওয়ার্কিং যন্ত্রাংশ উৎপাদন সরবরাহের ব্যবসায় স্যামসাং তাদের বর্তমান অবস্থান থেকে শীর্ষে উঠে আসতে চায় এবং সে লক্ষ্যেই কাজ করছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন