‘বঙ্গবন্ধু’র বাংলাদেশ অংশের শুটিং সেপ্টেম্বরে: শুভ

ফিচার প্রতিবেদক

সবকিছু ঠিক থাকলে বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক বঙ্গবন্ধু ছবির বাংলাদেশ অংশের শুটিং শুরু হবে সেপ্টেম্বরে ভারতের অংশের শুটিং মুম্বাইয়ে এরই মধ্যে শেষ হয়েছে ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ এমনটাই জানিয়েছেন

শুভ জানান, করোনা মাহমারীর প্রথম ঢেউয়ের মধ্যেই শুরু হয়েছিল বঙ্গবন্ধু ছবির কাজ এরই মধ্যে ভারতের মুম্বাইয়ে হয়ে গেছে ছবির অনেক অংশের শুটিং সেপ্টেম্বরে বাংলাদেশ অংশের শুটিং শুরু করবেন শ্যাম বেনেগাল

বঙ্গবন্ধুর জীবনীর ওপর নির্মিত চলচ্চিত্রে আরিফিন শুভ ছাড়াও রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, মিশা সওদাগর, নুসরাত ফারিয়াসহ ৫০-এর অধিক শিল্পী অভিনয় করছেন

আরিফিন শুভ বর্তমানে বেকার আছেন! করোনা বৃষ্টি-বাদলের কারণে কোনো কাজই করতে পারছেন না নিরুপায় হয়ে ঘরে বেকার বসে আছেন গতকাল বণিক বার্তাকে এমনটাই জানালেন গলায় মিশে রইল একরাশ বিরক্তি

কী করছেন, সময় কেমন কাটছে জানতে চাইলে বণিক বার্তাকে শুভ বলেন, আর বলবেন না বেকার বসে আছি বেকারদের যেমন জীবন কাটে তেমন কাটছে করোনা আর বৃষ্টি-বাদলের কারণে কোনো কাজ করতে পারছি না ঘরে বসে থাকি খাই দাই, ঘুমাই আর টুকটাক শরীরচর্চা করি

করোনা বৃষ্টি-বাদলের ওপর বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, আমার এত স্বপ্নের একটা কাজ মিশন এক্সট্রিম সেটা রিলিজ হওয়ার কথা ছিল গত ঈদে লকডাউনের কারণে হলো না সেপ্টেম্বরে বঙ্গবন্ধু সিনেমার শুটিং শুরু হওয়ার কথা আরেকটা ছবির কাজ ঝুলে আছে বৃষ্টি-বাদলের পাশাপাশি পরিচালক ব্যস্ত অন্য ছবি নিয়ে

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহবুবুল আরিফিন শুভর একটা চেকের ছবি ভেসে বেড়াচ্ছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক বঙ্গবন্ধু ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের জন্য শুভ সম্মানী নিয়েছেন টাকা সেই সম্মানীর চেকের ছবি ফেসবুকে পোস্ট দিলে প্রশংসা করছেন সিনেমাপ্রেমীরা বিষয়ে জানতে চাইলে শুভ বলেন, এটা ২০১৯ সালের ফেব্রুয়ারির ঘটনা আমাকে যখন ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রের জন্য প্রস্তাব দেয়া হয়, আমি পরিচালককে বলেছিলাম, আমার সম্মানী যা- হোক, তা নেব না সঙ্গে এও বলেছিলাম, যেহেতু আমার রক্ত, ঘাম পরিশ্রম থাকবে সিনেমায়, তাই ফ্রিতেও কাজ করব না আমি টাকা নেব তাই নিয়েছি

তবে আরিফিন শুভ জানান, টাকা পারিশ্রমিক নেয়ার ঘটনা তিনি এখন জানাতে চাননি চেয়েছিলেন সিনেমা মুক্তির সময় সবাইকে জানাতে এতদিন গোপনও রেখেছিলেন কিন্তু এফডিসি থেকে একটি পত্রিকা খবর ফাঁস করে দেয়

টাকা পারিশ্রমিক নেয়ার পক্ষে যুক্তি দিতে গিয়ে আরিফিন শুভ আরো বলেন, বঙ্গবন্ধু তার জীবনে হাজার ৬৮২ দিন কারাগারে কাটিয়েছেন মানুষটার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো স্যাক্রিফাইস জীবদ্দশায় মানুষ দেশের জন্য কেবল ত্যাগই করে গেছেন বঙ্গবন্ধুর সাহস স্যাক্রিফাইসের কাছে আমার স্যাক্রিফাইস কিছুই না মনে হয়েছে, এই সামান্য স্যাক্রিফাইসের মাধ্যমে তার চরিত্রের গভীরতা কিছুটা হলেও উপলব্ধি করতে পারব সেই ভাবনা থেকেই পরিচালককে বলেছিলাম, প্রাপ্য যা- হোক আমি নেব না

শুভর প্রস্তাব শুনে পরিচালক শ্যাম বেনেগাল মুগ্ধ হয়ে তাকে ওয়ান টাকা আর্টিস্ট উপাধি দেন শুভ মনে করেন, এটা তার জীবনের অন্যতম সেরা স্বীকৃতি তিনি বলেন, তারা আমাকে কিন্তু আমার শর্ত শুনে প্রথমেই রাজি হননি আমাকে ফাইট করতে হয়েছে টাকার চেকটা আমার হাতে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে

ঢাকা অ্যাটাক তারকা বলেন, বাংলাদেশের একজন অভিনয়শিল্পী হিসেবে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় অনেক বড় সম্মানের অর্থ তার কাছে নগণ্য অর্থ দিয়ে হয়তো পার্থিব কিছু সুখ পাওয়া যাবে, কিন্তু আত্মার তৃপ্তি মিলবে না সে সুযোগ সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন আরেকটা বিষয় হচ্ছে, শ্যাম বেনেগালের মতো পরিচালকের সান্নিধ্য এসব টাকা দিয়ে মাপা বোকামি আমার আসলে কোনো প্রাপ্তির আশা নেই

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন