পুঁজিবাজারে তালিকাভুক্তি

এসবিএসি ব্যাংকের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে কোম্পানিটির আইপিও আবেদন আগামী জুলাই থেকে শুরু হবে আইপিও আবেদন শেষ হবে আগামী ১১ জুলাই

এর আগে বিএসইসির ৭৭৩তম কমিশন সভায় ব্যাংকটির আইপিও অনুমোদন দেয়া হয় এসবিএসি ব্যাংক পুঁজিবাজারে ১০ টাকা অভিহিত মূল্যে ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি টাকা উত্তোলন করবে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে ব্যাংকটি সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং আইপিও খাতে ব্যয় করবে

ব্যাংকটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৩ টাকা ১৮ পয়সা ২০২০ হিসাব বছরের নয় মাসে ইপিএস হয়েছে ৯৪ পয়সা যা বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে হয়েছে টাকা ২৪ পয়সা

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড

এর আগে গত ২০২০ সালে ২৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি নীতি বিভাগ থেকে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহীকে চিঠি দিয়ে অনুমোদনের বিষয়টি জানানো হয়

এসবিএসি ব্যাংক সূত্র জানায়, ২০২০ সালের জুন পর্যন্ত ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হার ছিল ১৪ দশমিক ২৮ শতাংশ ব্যাসেল অনুসারে হার প্রয়োজন ১২ দশমিক ৫০ শতাংশ চলতি বছরের নয় মাসে তথা সেপ্টেম্বর শেষে ব্যাংকের ইপিএস দাঁড়িয়েছে ৯৯ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় এক পয়সা বেশি ব্যাংকের অনুমোদিত মূলধন হাজার কোটি টাকা সেপ্টেম্বর শেষে পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৬৮৪ কোটি ৬৪ লাখ টাকা সময়ে ব্যাংকটির কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫১ লাখ টাকা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন