আইসিবি ও আইসিবি ক্যাপিটালকে দুই ফান্ডের ট্রাস্টি থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

দুটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি থেকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল বিএসইসির ৭৭৬তম কমিশন সভায় সিদ্ধান্ত হয়েছে

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইসিবি এএমসিএল ইউনিট ফান্ড এবং বাংলাদেশ ফান্ড দুটি আইসিবি এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট পরিচালনা করে বিনিয়োগকারীদের স্বার্থে ফান্ড দুটির পরিচালনা থেকে আইসিবি এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে অব্যাহতি প্রদান করে অন্য কোনো স্বাধীন ট্রাস্টির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি

উল্লেখ্য, ফান্ড দুটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে আইসিবির সাবসিডিয়ারি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড

গত সপ্তাহ শেষে বাংলাদেশ ফান্ডের ইউনিটপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯৪ টাকা ৬৭ পয়সা ফান্ডের ইউনিটের বিক্রয়মূল্য হচ্ছে ৮৭ টাকা এবং ফান্ডের পুনঃক্রয়মূল্য হচ্ছে ৮৪ টাকা

অন্যদিকে গত সপ্তাহ শেষে আইসিবি এএমসিএল ইউনিট ফান্ডের ইউনিটপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২৮ টাকা ৭৩ পয়সা ফান্ডের ইউনিটের বিক্রয়মূল্য হচ্ছে ২০৫ টাকা এবং ফান্ডের পুনঃক্রয়মূল্য হচ্ছে ২০০ টাকা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন