বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই

বাংলাদেশকে ২-০ গোলে হারাল ভারত

ক্রীড়া প্রতিবেদক

কাতারে অনুষ্ঠেয় ২০২২ বিশ্বকাপ ও চীনে অনুষ্ঠেয় ২০২৩ এশিয়ান কাপ ফুটবলের যৌথ বাছাইপর্বে আজ প্রতিবেশী দেশ ভারতের কাছে ০-২ গোলে হেরেছে বাংলাদেশ। কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তে ১০ মিনিটের ব্যবধানে দু দুটি গোল করে বাংলাদেশকে প্রায় একাই হারিয়ে দিলেন অভিজ্ঞ স্ট্রাইকার সুনীল ছেত্রী।

২০১৯ সালের অক্টোবরে কলকাতার সল্ট লেকে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে একইভাবে শেষ মুহূর্তে আদিল খানের গোলে বাংলাদেশকে জয়বঞ্চিত করেছিল ভারত। ওই ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। এবার দ্বিতীয় লেগেও বাংলাদেশকে দাপটে হারাল র্যাংকিংয়ে ৮১ ধাপ এগিয়ে থাকা ভারত। 

প্রথমার্ধ গোলশূন্য রাখার কৃতিত্ব দেখালেও দ্বিতীয়ার্ধের শেষ দিকে এসে ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণ। এর সুযোগ নিয়ে ৭৯ মিনিটে ক্রস থেকে হেডে গোল করে ভারতকে এগিয়ে দেন ছেত্রী। ৮৯ মিনিটে বক্সের মধ্য থেকে নেয়া শটে গোল ব্যবধান ২-০ করেন ভারতীয় অধিনায়ক। 

এ জয়ে আফগানিস্তানকে টপকে ‘ই’ গ্রুপের পয়েন্ট টেবিলে তিনে উঠে গেল ভারত। ৭ ম্যাচ থেকে ভারতের সংগ্রহ ৬ পয়েন্ট, এক ম্যাচ কম খেলা আফগানিস্তানের ঝুলিতে ৫ পয়েন্ট। ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বাংলাদেশ। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কাতার, ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ওমান। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন