বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই

সল্টলেকের স্মৃতি ফিরবে কি দোহায়?

বণিক বার্তা অনলাইন

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ ফুটবলের যৌথ বাছাইপর্বে প্রতিবেশী ভারতের চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে বাংলাদেশ। আগামীকাল সোমবার এ ব্যবধান ঘুচানোর সুযোগ। কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে রাত ৮টায় শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে জিতলে ভারতকে টপকে গ্রুপে চতুর্থ স্থানে উঠে যাবেন জামাল ভূঁইয়ারা।

 

যদিও ১০৫ র‌্যাংকধারী ভারতকে হারানো কঠিন হতে পারে ১৮৪ র‌্যাংকধারী  বাংলাদেশের জন্য। ২০১৯ সালের অক্টোবরে কলকাতায় অনুষ্ঠিত প্রথম লেগে আদিল খানের শেষ মুহূর্তের গোলে বাংলাদেশকে জয়বঞ্চিত করা ভারত এবার কাতারের মাঠে জিততে মরিয়া। বাংলাদেশ দলের সহকারী কোচ স্টুয়াট ওয়াটকিস সেই চ্যালেঞ্জের কথাই মনে করিয়ে দিলেন তপু বর্মন, জামালদের। তিনি বলেন, সোমবার আমাদের সামনে আফগানিস্তানের চেয়েও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভারতের বিপক্ষে খেলা, যারা র‌্যাকিংয়ে আমাদের চেয়ে ৮০-৮৫ ধাপ এগিয়ে।

 

জামালদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কলকাতায় আমরা ভারতকে হারানোর কাছাকাছি চলে গিয়েছিলাম। ওরা শেষ পাঁচ মিনিটে গোল করে সমতা এনেছিল। গত তিন-চার বছরে ভারত র‌্যাকিংয়ে বেশ এগিয়েছে। আমরা কঠিন একটি ম্যাচের অপেক্ষা করছি। যদি সেই মানের ফুটবল খেলতে পারি, তবে আমরা জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী। তবে এটা খুব কঠিন ম্যাচ হবে। ভারত দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে।

 

কাল গ্রুপের আরেক ম্যাচে ২০২২ বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতারের মুখোমুখি হবে ওমান। টেবিলের শীর্ষ দুটি স্থানও এ দেশ দুটির দখলে। কাতার ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে, আর ওমান ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। দুই দলের প্রথম মুখোমুখিতে কাতার ২-১ গোলের জয় তুলে নেয়। আফগানিস্তান ৫ পয়েন্ট নিয়ে তিনে। এরপরের দুটি অবস্থানে যথাক্রমে ভারত (৩ পয়েন্ট) ও বাংলাদেশ (২ পয়েন্ট)

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন