বিশ্বকাপ ২০২২ বাছাই

আর্জেন্টিনার ড্র ম্যাচে গোল করলেন মেসি

ক্রীড়া ডেস্ক

কাতারে অনুষ্ঠেয় ২০২২ বিশ্বকাপ সামনে রেখে লাতিন আমেরিকার বাছাইপর্বে চিলির সঙ্গে - গোলে ড্র করেছে আর্জেন্টিনা বাংলাদেশ সময় আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাদোনার মৃত্যুর পর এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলে ড্র করল আলবিসেলেস্তেরা ম্যারাদোনার প্রতি শ্রদ্ধা প্রদর্শনস্বরূপ ড্র ম্যাচটি তাকে উত্সর্গ করেন মেসিরা ম্যাচ শেষে আর্জেন্টিনা দলনায়ক মেসি বলেন, দিয়েগোর মৃত্যুর পর প্রথম ম্যাচ বলে এটা আমাদের কাছে বিশেষ আবেগের এটা স্পেশাল

গত বছর নভেম্বর মাসে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাদোনা

আজ ম্যাচের ২৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি অ্যালেক্সিস সানচেজ ৩৬ মিনিটে গোল করে চিলির পক্ষে সমতা আনেন ড্রয়ে ব্রাজিলকে সরিয়ে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারাল আর্জেন্টিনা ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে ব্রাজিল, তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা নিজেদের পরের ম্যাচ জিতলে অবশ্য আর্জেন্টিনাকে টপকে দুইয়ে ওঠার সুযোগ রয়েছে একুয়েডরের, ম্যাচ থেকে যাদের সংগ্রহ পয়েন্ট আজ ভোর সাড়ে ৬টায় ব্রাজিলের মুখোমুখি হবে একুয়েডর মঙ্গলবার ভোরে কলম্বিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আর্জেন্টিনা

করোনাভাইরাসের কারণে দু দুটি ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় অন্তত ছয় মাস খেলেনি আর্জেন্টিনা ফেরার পর শক্তিশালী চিলির সঙ্গে ড্র করল তারা

স্যান্টিয়াগো দেল এস্তেরো স্টেডিয়ামে চিলির গুইলার্মো মারিপান নিজেদের বক্সের মধ্যে লাউতারো মার্টিনেজকে ফেলে দিলে পেনাল্টি পায় আর্জেন্টিনা বার্সা স্ট্রাইকার স্পট-কিক থেকে গোল করতে মোটেও ভুল করেননি আর্জেন্টিনার হয়ে ১৪৩ ম্যাচ খেলে ৭২ গোল হয়ে গেল মেসির

যদিও ১২ মিনিট পর কাছ থেকে করা গোলে সমতা আনেন সানচেজ এরপরও জয়ের সুযোগ ছিল আর্জেন্টিনার প্রথমার্ধের যোগ করা সময়ে মেসির ফ্রি-কিকের শট দারুণ দক্ষতায় রুখে দেন চিলি গোলকিপার ক্লদিও ব্রাভো এছাড়া ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে তার আরেকটি সেট-পিচ শট লাগে ক্রসবারে    

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন