মুন্নু এগ্রোর মুনাফা কমেছে ৫৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড চলতি ২০২০-২১ হিসাব বছরের নয় মাসে (জুলাই-মার্চ)অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৫৬ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরের নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ৩ টাকা ৪২ পয়সা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা কমেছে ১ টাকা ৯২ পয়সা বা ৫৬ শতাংশ। 

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৪ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭ পয়সা। 

৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৭ পয়সা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন