বাংলা একাডেমির সভাপতি হলেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম

বাংলা একাডেমির নতুন সভাপতি নিযুক্ত হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক জাতীয় অধ্যাপক . রফিকুল ইসলাম। গতকাল জন প্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে তিন বছরের জন্য পদে নিয়োগ দেয়া হয়।

ইউল্যাবে অধ্যাপনার পাশাপাশি বর্তমানে তিনি নজরুল ইনস্টিটিউটের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইউল্যাবের বাংলা বিভাগের উপদেষ্টা এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এর আগে রফিকুল ইসলাম ইউল্যাবের উপাচার্যের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রথম নজরুল অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন। ২০১৮ সালে তাকে জাতীয় অধ্যাপক পদে নিয়োগ দেয় সরকার। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন