চতুর্থ প্রান্তিকে কানাড়া ব্যাংকের এক হাজার কোটি রুপি মুনাফা

বণিক বার্তা ডেস্ক

চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকে নিট হাজার ১১ কোটি রুপি মুনাফা অর্জন করেছে ভারতের কানাড়া ব্যাংক। ব্যাংকটি জানায়, মার্চে শেষ হওয়া ২০২১ অর্থবছরের চতুর্থ প্রান্তিক শেষে তাদের পরিমাণ মুনাফা অর্জিত হয়। গত বছরের সময়ে তাদের নিট লোকসান হয়েছিল হাজার ২৫৯ কোটি রুপি। ব্যাংকের নিট সুদ আয় ৬৮ দশমিক শতাংশ বেড়ে দাড়িয়েছে হাজার ৫৮৯ কোটি রুপিতে। গত বছরের সময়ে তাদের নিট সুদ আয় ছিল হাজার ৩১৮ কোটি রুপি। খবর মিন্ট।

এদিকে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দশমিক ৯৩ শতাংশে পৌঁছানোর কারণে সম্পত্তির গুণগত মানের অবনতি ঘটে। বার্ষিক ভিত্তিকে ব্যাংকের প্রবিশন কনটিনজেন্সি হাজার ৩৭৫ কোটি ৩৮ লাখ রুপি থেকে  হ্রাস পেয়ে দাঁড়ায় হাজার ১৩৪ কোটি রুপিতে।

গত বছরের চতুর্থ প্রান্তিকের তুলনায় চলতি বছরের একই প্রান্তিকে ব্যাংকটির অন্যান্য আয় হাজার ১৭৪ কোটি ৯৫ লাখ রুপি থেকে বেড়ে দাঁড়ায় হাজার ২০৭ কোটি রুপিতে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, চলমান কভিড পরিস্থিতি অনিশ্চিত অবস্থার সৃষ্টি করেছে। ফলে চলমান পরিস্থিতির ওপর ভিত্তি করে সবকিছু মূল্যায়ন করতে হচ্ছে। ব্যাংকের জন্য মূল সমস্যা হলো নগদ অর্থপ্রবাহ কমে আসা এবং মূলধন চক্র বৃদ্ধি পাওয়া।

তবে এসব প্রতিকূলতা সত্ত্বেও বর্তমান প্রান্তিকে বিশেষ কোনো নেতিবাচক প্রভাব না রাখায় অর্থনৈতিক ফলাফলে কোনো ধরনের সমন্বয় করার প্রয়োজনীয়তা নেই। পাশাপাশি এসব প্রতিকূলতা নানা শর্তের কারণে ব্যাংকের ভবিষ্যৎ ফলাফল এবং বর্তমান উদ্বেগজনক অনুমানের ওপরও উল্লেখযোগ্য প্রভাব রাখবে না।

গতকাল বোম্বে পুঁজিবাজারে কানাড়া ব্যাংকের প্রতিটি শেয়ারের মূল্য শতাংশ কমে ১৪৯ রুপি দরে বিক্রি হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন