একীভূতকরণের পথে এটিঅ্যান্ডটি ও ডিসকভারি

বণিক বার্তা ডেস্ক

গণমাধ্যম বিশ্বে টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটি মার্কিন বহুজাগতিক টেলিভিশন নেটওয়ার্ক ডিসকভারিকে এক অর্থে প্রতিদ্বন্দ্ব্বী বললে ভুল হবে না। তবে সে পরিচয় হয়তো মিটে যাবে খুব দ্রুত। কারণ স্ট্রিমিং খাতে টিকে থাকতে একীভবনের পথে এগোচ্ছে প্রতিষ্ঠান দুটি। খবর রয়টার্স ব্লুমবার্গ।

এক সময়ের তীব্র প্রতিপক্ষ প্রতিষ্ঠান দুটি কনটেন্ট সম্পদ একত্রিত করতে আলোচনা চালাচ্ছে। ফলে বাজারে ডিজনি প্লাস নেটফ্লিক্সের মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে সুবিধা হবে তাদের। তবে এটিঅ্যান্ডটি ডিসকভারির একত্রীকরণের শর্তাবলি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। চুক্তিটি হলে স্ট্রিমিংয়ের ব্যস্ত বাজারে নতুন খেলোয়াড়ের দেখা মিলতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

প্রস্তাবিত চুক্তিটি হ্যারি পটার, ব্যাটম্যান ফ্র্যাঞ্চাইজির মতো খ্যাতনামা ব্যবসাসফল চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স এন্টারটেইনমেন্টকে এবং প্রকৃতি, বিজ্ঞান, রন্ধন, গৃহস্থালি অনুষ্ঠান নির্মাতা ডিসকভারিকে একক একটি প্লাটফর্মে নিয়ে আসবে।

গোটা বিষয়টিই এটিঅ্যান্ডটির জন্য অন্যরকম একটি পদক্ষেপ। কারণ এর আগে বছরের পর বছর ধরে ওয়ার্নারমিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের কনটেন্টের লাইব্রেরি গড়ে তুলেছে তারা। ওয়ার্নারমিডিয়া মালিকানাধীন এইচবিও এবং এইচবিও ম্যাক্সের এখন বিশ্বব্যাপী প্রায় কোটি ৪০ লাখ গ্রাহক রয়েছে। কিন্তু হিসাবে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স ডিজনি প্লাসের তুলনায় সেবা দুটি এখনো অনেকটা পিছিয়ে। নেটফ্লিক্সের বর্তমান গ্রাহক সংখ্যা ২০ কোটি ৮০ লাখ। অন্যদিকে ডিজনি প্লাসের গ্রাহক সংখ্যাও চলমান মহামারীতে ১০ কোটি ছাড়িয়েছে। কোটি ৮০ লাখেরও বেশি মার্কিন ঘরে ডিসকভারি টেলিভিশন চ্যানেলের দর্শক রয়েছে। অন্যদিকে জানুয়ারিতে যাত্রা করা স্ট্রিমিং সেবা ডিসকভারি প্লাস গ্রাহক পেয়েছে কোটি ৫০ লাখেরও বেশি।

অবশ্য এটিঅ্যান্ডটি-ডিসকভারির আলোচনা শেষ পর্যন্ত চুক্তিতে গড়াবে কিনা এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। ব্যাপারে এখনো কোনো পক্ষই মন্তব্য করেনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন