সড়ক দুর্ঘটনা

একই পরিবারের ৩ জনসহ চার জেলায় নিহত ৭

বণিক বার্তা ডেস্ক

সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ত্রিশালে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় খুলনার ফুলতলায় একজন, রাঙ্গামাটির বাঘাইছড়িতে একজন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আরো দুজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপের ধাক্কায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি নামক স্থানে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাজমা (৩৮), তার মেয়ে রিয়া মনি () ভাই আমানুল্লাহ আমান (৩০) তাদের গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলার বাঘেরচর এলাকায়। তারা পিকআপে করে ঢাকায় যাচ্ছিলেন।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, বেগুনভর্তি একটি পিকআপ ঢাকায় যাচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে ত্রিশাল উপজেলার রায়মনি নামক স্থানে দাঁড়িয়ে থাকা বালিভর্তি ট্রাকের পেছনে ওই পিকআপভ্যানটি ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে পিকআপের সামনের সিটে থাকা একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হন। ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা: খুলনার ফুলতলায় ট্রাক মাহেন্দ্রার সংঘর্ষে রিন্টু (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি যশোর সদরের শেখহাটির মতিয়ার রহমানের ছেলে। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার দামোদার এলাকার খুলনা-যশোর মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় চাঁদের গাড়ি (জিপ) উল্টে একজন নিহত তিনজন আহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুইটিলা নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মোফাজ্জল হোসেন (১৬) বাঘাইছড়ি পৌর নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেনের ছেলে। সে গাড়ির চালকের সহকারী ছিল।

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন ফয়সাল আহমেদ (৩০) ফয়সাল আরাফাত (২৮) তারা সময় কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই বাবুল হোসেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন