চাঁপাইনবাবগঞ্জে ৩শতাধিক অবৈধ ভারতীয় মোবাইল সেট উদ্বার

বণিক বার্তা অনলাইন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৩৩৭টি ভারতীয় অবৈধ মোবাইল সেট দ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আনুমানিক ৭৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের এসব মোবাইল জব্দ করেছে বিজিবির ৫৯ রহনপুর ব্যাটলিয়ন।

আজ রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। সোমবার ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলম ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবি'র দুটি দল অভিযান চালায়। কিরণগঞ্জ সীমান্ত এলাকার সীমান্ত পিলার ১৭৯-এর কাছাকাছি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য লাইনে ধাওয়া করলে চোরকারবারীরা ৬টি প্যাকেট ফেলে ভারতে পালিয়ে যায়। পরে প্যাকেটগুলো তল্লাশি করে মোট ৩৩৭টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল  সেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোবাইল ফোনের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন